জাহাজচলাচলমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া মেরিটাইম স্টেটস ডেভলপমেন্ট কাউন্সিলের ১৮-তম বৈঠকে পৌরহিত্য করেছেন

Posted On: 24 JUN 2021 3:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ জুন, ২০২১

 

কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও নৌপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া  আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেরিটাইম স্টেটস ডেভলপমেন্ট কাউন্সিলের ১৮-তম সভায় পৌরোহিত্য করেছেন।

তিনি তার ভাষণে উল্লেখ করেন যে, মেরিটাইম স্টেটস ডেভলপমেন্ট কাউন্সিলের উদ্দেশ্য হচ্ছে, উপকূলবর্তী খাতে উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের জন্য উপযোগী একটি জাতীয় পরিকল্পনা তৈরি করা। তিনি বলেন, দেশের উন্নয়ন নির্ভর করে রাজ্যের উন্নয়নের ওপর। উন্নয়ন কখনোই বিক্ষিপ্তভাবে সম্ভব নয়।

ভারতীয় বন্দর বিল-২০২১- এর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্যের উচিত এই বিলকে রাজনৈতিক ভাবে বিচার না করে উন্নয়নের লক্ষ্যে ভাবা। এই বিল উপকূলবর্তী অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক সাহায্য করবে। কিন্তু এজন্য কেন্দ্রের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতার প্রয়োজন। এই বন্ধন বিলের বিকাশের জন্য কেন্দ্র রাজ্যগুলির কাছ থেকে সমস্ত ধরনের পরামর্শকে স্বাগত জানাবে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, আজ কাউন্সিলের এই ১৮- তম বৈঠকে, সমুদ্র খাতের সামগ্রিক অগ্রগতি নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে সামুদ্রিক খাতের উন্নয়নে কাজ করবে। অকার্যকর বন্দর গুলিকে কিভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে আগেই প্রধানমন্ত্রী পথ দেখিয়েছিলেন।

এদিনের বৈঠকে মূল বিষয় গুলির মধ্যে রয়েছে ভারতীয় বন্দর বিল-২০২১, জাতীয় মেরিটাইম হেরিটেজ জাদুঘর, বন্দরের সাথে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা, মেরিন অপারেশন্স, ভাসমান জেটি, সাগর মালা প্রকল্প এবং জাতীয় পরিকাঠামো উন্নয়ন প্রভৃতি।

মেরিটাইম স্টেটস ডেভলপমেন্ট কাউন্সিল সমুদ্র সংক্রান্ত খাতে উন্নয়নের জন্য একটি শীর্ষ পরামর্শ দাতা সংস্থা।১৯৯৭ সালের মে মাসে এটি গঠিত হয়।

 

CG/ SB



(Release ID: 1730160) Visitor Counter : 192