অর্থমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত এবং সেন্ট ভিনসেন্ট এন্ড দি গ্রেনাডাইনস-এর মধ্যে তথ্য বিনিময় এবং শুল্ক সংগ্রহের বিষয়ে সহায়তা প্রদানের জন্য চুক্তির অনুমোদন দিয়েছে

Posted On: 23 JUN 2021 12:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জুন, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্য আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত এবং সেন্ট ভিনসেন্ট এন্ড দি গ্রেনাডাইনস-এর মধ্যে তথ্য বিনিময় এবং শুল্ক সংগ্রহের বিষয়ে সহায়তা প্রদানের জন্য চুক্তির অনুমোদন দিয়েছে।

এই চুক্তির বিস্তারিত হচ্ছে-

১) এটি ভারত এবং সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস দেশের মধ্যে একটি নয়া চুক্তি। এরকম চুক্তি দু'দেশের মধ্যে ইতিপূর্বে হয়নি।

২) এই চুক্তি অনুযায়ী দু'দেশের মধ্যে তথ্যের আদান প্রদান এবং শুল্ক আদায় সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান করা হবে।

৩) চুক্তিতে বিদেশে কর সংক্রান্ত অনুসন্ধানের সংস্থান রয়েছে। এর ফলে একটি  দেশ অন্য দেশের প্রতিনিধিদের তার অঞ্চলে প্রবেশ করতে দিতে পারবে এবং ব্যক্তিবিশেষের সাক্ষাৎকার নিতে পারবে। এমনকি কর সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবে।

প্রভাব- ভারতীয় প্রজাতন্ত্র ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্যা গ্রেনাডাইনসের মধ্যে এই চুক্তি আইন এবং মালিকানা সম্পর্কিত তথ্যাদি বিনিময় করতে পারবে। ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থা গুলি থেকে পাওয়া তথ্যও বিনিময় করা যাবে। এই চুক্তি দু'দেশের মধ্যে শুল্ক আদায়ের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে। ফলে শুল্ক ফাঁকি রোধ করা সম্ভব হবে এবং কালো টাকা জমানো রোধ করা যাবে।

পটভূমি- অতীতে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের সঙ্গে এই জাতীয় কোন চুক্তি সম্পাদিত হয় নি। যদিও ভারত দীর্ঘদিন থেকেই এই চুক্তি নিয়ে আলোচনা করে আসছে। অবশেষে সেই দেশ এই চুক্তি সম্পাদনের সম্মত হয়েছে যা উভয় দেশের মধ্যে বকেয়া শুল্ক আদায়ের ক্ষেত্রে তথ্য বিনিময় ও সহায়তার মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলবে।

 

CG/SB


(Release ID: 1729894) Visitor Counter : 199