PIB Headquarters
কোভিড-১৯ সংক্রান্ত পিআইবি’র প্রতিবেদন
Posted On:
22 JUN 2021 7:12PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২২ জুন, ২০২১
কোভিড-১৯ বিষয়ে সর্বশেষ তথ্য
২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশ মোট আরোগ্য লাভ করেছেন ২ কোটি ৮৯ লক্ষ ২৬ হাজার ৩৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১ হাজার ৮৩৯ জন। দেশে আরোগ্যের হার ৯৬.৪৯ শতাংশ
কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত সর্বশেষ তথ্য
সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির নতুন পর্যায়ের গতকাল সূচনা হয়েছে। মহামারী প্রতিরোধ ও মোকাবিলায় সরকারের সুসংবদ্ধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভই হল টিকাকরণ। এর পাশাপাশি সরকার কোভিড আদর্শ আচরণ মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণ অভিযান ত্বরান্বিত করতে অঙ্গীকারবদ্ধ। উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী গত ১৬ জানুয়ারি দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। এরপর, টিকার ডোজের যোগানের সঙ্গে সঙ্গে টিকাকরণ অভিযানের গতি ও পরিধি বেড়েছে। একইসঙ্গে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও টিকার যোগান অব্যাহত রয়েছে। সার্বিকভাবে সকলের টিকাকরণ সরকারের লক্ষ্য।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুণ-
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729304
কোভিড-১৯ টিকাকরণ : অসত্যের বিরুদ্ধে বাস্তব সত্য তথ্য
কেন্দ্রীয় সরকার ২১ জুনের আগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরাসরি রাজ্যের ক্রয় প্রক্রিয়ার আওতায় সব টিকা সরবরাহ সুনিশ্চিত করেছে। এছাড়াও পূর্বসূচি অনুযায়ী সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে পর্যাপ্ত টিকা সরবরাহ করেছে।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুণ-
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1729396
কোভিড-১৯ টিকাকরণের সঙ্গে পুরুষ এবং মহিলার বন্ধ্যাত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক তার সংশ্লিষ্ট ওয়েবসাইটে স্পষ্ট করে জানিয়েছে কোভিড-১৯ টিকাকরণের সঙ্গে পুরুষ এবং মহিলার বন্ধ্যাত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুণ-
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729100
দ্রুত টিকাকরণ অর্থনীতির গতিপথ খুলে দেওয়ার মূল চাবিকাঠি এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে পারে : ডঃ ভি কে পল
নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পল জানিয়েছেন এই প্রথম দেশে একদিনে ৮১ লক্ষেরও বেশি মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে। দ্রুত টিকাকরণ প্রক্রিয়া দেশের অর্থনীতিকে উন্মুক্ত করবে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুণ-
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729282
শ্রী ধর্মেন্দ্র প্রধান কর্ণাটকে সরকারি হাসপাতালে ৫০ টি শয্যা ও একটি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন
কেন্দ্রীয় ইস্পাত ও পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ সরকারি হাসপাতালে ৫০টি শয্যা, একটি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্ট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ইস্পাত প্রতিমন্ত্রী শ্রী ফগ্গন সিং কুলস্তে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ভাষণে শ্রী প্রধান বলেন, অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের সময় সমগ্র দেশ এক অভূতপূর্ব সমস্যার মুখোমুখি হয়েছে এবং স্বাস্থ্য ক্ষেত্রে নানান সমস্যা দেখা দিয়েছে। দেশে চিকিৎসা অক্সিজেনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এইসময় সরকারি ও বেসরকারী ক্ষেত্র ছাড়াও দেশের ইস্পাত ও পেট্রোলিয়াম সংস্থাগুলি তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে। তিনি বলেন, দেশে অক্সিজেনের দৈনিক চাহিদা গত একমাসে ১০ হাজার মেট্রিক টন পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে ইস্পাত সংস্থাগুলি দেশের এই অক্সিজেন চাহিদা মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দেশের পূর্ব এবং পশ্চিম অংশে সর্বাধিক অক্সিজেন চাহিদা ছিল। এখন দেশে অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার এবং পিএসএ প্ল্যান্টের কোনও অভাব নেই। দক্ষতার সঙ্গে রাজ্যে অতিমারী মোকাবিলা করার জন্য কর্ণাটক সরকারকে অভিনন্দন জানান শ্রী প্রধান। তিনি বলেন, এই রাজ্য অক্সিজেনের নিজস্ব চাহিদা মিটিয়ে প্রতিবেশী রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহ করেছে।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুণ-
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1729339
রেকর্ড সংখ্যক টিকাকরণে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রেকর্ড সংখ্যক টিকাকরণে সন্তোষ প্রকাশ করেছেন এবং সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ রেকর্ড সংখ্যক টিকাকরণ অত্যন্ত আনন্দের খবর। কোভিড-১৯-এর বিরূদ্ধে লড়াইএ টিকা আমাদের জন্য সবথেকে শক্তিশালী অস্ত্র। যারা টিকা পেয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই আর সামনের সারিতে থাকা করোনা যোদ্ধারা কঠোর পরিশ্রমের জন্য প্রশংসার দাবীদার। তাঁরা বিপুল সংখ্যক মানুষের টিকা পাওয়ার বিষয়টিকে নিশ্চিত করেছেন।
ভারত দারুণ কাজ করেছে !”
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুণ-
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729165
জম্মু-কাশ্মীরে কাটরা-বৈষ্ণদেবী পবিত্র শহরে সকলের জন্য বিনামূল্যে টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন ডাঃ জীতেন্দ্র সিং
কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে জম্মু-কাশ্মীরে কাটরা-বৈষ্ণদেবী পবিত্র শহরে সকলের জন্য বিনামূল্যে টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন।
বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুণ-
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729129
পিআইবি-র আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য
কেরালা- এ পর্যন্ত ১ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ১৩৪ জনকে টিকা দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৪৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৯৪ জনের।
তামিলনাড়ু- এ পর্যন্ত ১ কোটি ২৪ লক্ষ ৬১ জনকে টিকা দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৪২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ১৮৯ জনের।
কর্ণাটক- এ পর্যন্ত ১ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৪৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৮৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ১৪২ জনের।
অন্ধ্রপ্রদেশ- এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার ৬৩১ জনকে টিকা দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৪৪ জনের।
তেলেঙ্গানা- রাজ্যে আরোগ্যের হার ৯৬.২৭ শতাংশ। ১ হাজার ৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ১১ জনের।
আসাম- ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০৫ জন।
মণিপুর- ২৪ ঘণ্টায় আরও ৩৫৩ জন কোভিড-১৯এ আক্রান্ত হয়েছেন। সক্রিয় রোগীর হার ১৫.৫৪ শতাংশ।
মেঘালয়- সোমবার ২৬৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৫ জনের।
নাগাল্যান্ড- ২৪ ঘণ্টায় ১২৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৬ জনের।
ত্রিপুরা- ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৭৫ জন। মৃত্যু হয়েছে আরও ৪ জনের।
সিকিম- ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। ২৭৩ জনকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।
মহারাষ্ট্র- ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ২৭০ জন। মৃত্যু হয়েছে আরও ৯৪ জনের।আজ থেকে মহারাষ্ট্র সরকার ১৮-২৯ বছর বয়সীদের সরকারি হাসপাতালে বিনামূল্যে কোভিড-১৯ টিকাদান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
গুজরাট- ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৫১ জন। মৃত্যু হয়েছে আরও ২ জনের। এই সময় সুস্থ হয়ে উঠেছেন ৬১৯ জন।
রাজস্থান- ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৫১ জন। মৃত্যু হয়েছে আরও ৬ জনের।
মধ্যপ্রদেশ- ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮৯ জন। মৃত্যু হয়েছে আরও ১৯ জনের।
ছত্তিশগড়- সোমবার আরও ৪৯৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৮ জনের।
গোয়া- ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২১৮ জন। মৃত্যু হয়েছে আরও ৭ জনের।
পাঞ্জাব- মোট পজিটিভ রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯২ হাজার ৬৫৮ জন। মোট ৪৫ বছরের বেশি বয়সি ৩২ লক্ষ ২৬ হাজার ২৯৮ জনকে টিকার প্রথম ডোজ এবং ৫ লক্ষ ৩৪ হাজার ১২৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
হরিয়ানা- এ পর্যন্ত পজিটিভ রোগের সংখ্যা ৭ লক্ষ ৬৭ হাজার ৫৮০। মোট ৭৬ লক্ষ ৫৯ হাজার ৬২৪ জনকে টিকা দেওয়া হয়েছে।
চন্ডীগড়- এ পর্যন্ত মোট ৮০৬ জনের মৃত্যু হয়েছে। সক্রিয় রোগীর সংখ্যা ৩১১।
হিমাচলপ্রদেশ- মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩২ জনের। মোট পজিটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৬০৩ জন।
CG/SS/NS
(Release ID: 1729530)
Visitor Counter : 7206