ইস্পাতমন্ত্রক

শ্রী ধর্মেন্দ্র প্রধান কর্ণাটকে সরকারি হাসপাতালে ৫০ টি শয্যা ও একটি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন

प्रविष्टि तिथि: 22 JUN 2021 1:43PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২২  জুন, ২০২১

 

    কেন্দ্রীয় ইস্পাত ও পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ সরকারি হাসপাতালে ৫০টি শয্যা, একটি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্ট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ইস্পাত প্রতিমন্ত্রী শ্রী ফগ্গন সিং কুলস্তে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের ভাষণে শ্রী প্রধান বলেন, অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের সময় সমগ্র দেশ এক অভূতপূর্ব সমস্যার মুখোমুখি হয়েছে এবং স্বাস্থ্য ক্ষেত্রে নানান সমস্যা দেখা দিয়েছে। দেশে চিকিৎসা অক্সিজেনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এইসময় সরকারি ও বেসরকারী ক্ষেত্র ছাড়াও দেশের ইস্পাত ও পেট্রোলিয়াম সংস্থাগুলি তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে। তিনি বলেন, দেশে অক্সিজেনের দৈনিক চাহিদা গত একমাসে ১০ হাজার মেট্রিক টন পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে ইস্পাত সংস্থাগুলি দেশের এই অক্সিজেন চাহিদা মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দেশের পূর্ব এবং পশ্চিম অংশে সর্বাধিক অক্সিজেন চাহিদা ছিল। এখন দেশে অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার এবং পিএসএ প্ল্যান্টের কোনও অভাব নেই। দক্ষতার সঙ্গে রাজ্যে অতিমারী মোকাবিলা করার জন্য কর্ণাটক সরকারকে অভিনন্দন জানান শ্রী প্রধান। তিনি বলেন, এই রাজ্য অক্সিজেনের নিজস্ব চাহিদা মিটিয়ে প্রতিবেশী রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহ করেছে।

    দেশের টিকা অভিযানকে এক বৃহত্তর পদক্ষেপ বলে বর্ণানা করে শ্রী প্রধান জানান গতকাল ৮২ লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে। দেশে টিকার কোনো অভাব নেই। চলতি বছরের মধ্যেই সমস্ত যোগ্য প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের টিকা দেওয়া সম্ভব। টিকা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে তিনি আধ্যাত্মিক, রাজনৈতিক নেতৃত্ব, সমাজকর্মী, স্বাস্থ্য ক্ষেত্রে যুক্ত  পেশাদার সহ আধিকারিকদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, টিকা নেওয়ার দ্বিধা মানেই সমস্যাকে পুষে রাখ। টিকার নেওয়ার ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্ব মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। 

 

CG/SS/NS


(रिलीज़ आईडी: 1729479) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil , Telugu , Kannada