নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
শক্তিসম্পদের সহজলভ্যতা আরও বাড়াতে খুঁজে বের করার আহ্বান জানালেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের প্রতিমন্ত্রী মন্ত্রী শ্রী আর কে সিং
Posted On:
22 JUN 2021 1:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুন, ২০২১
কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রী আর কে সিং আজ বলেছেন, ভারতে শক্তিসম্পদের সহজলভ্যতা এবং শক্তিক্ষেত্রে রূপান্তরের কাহিনী থেকে বিশ্বের অন্যান্য দেশগুলি নিজেদের শক্তিক্ষেত্রে পরিকল্পনা প্রণয়নে লাভবান হতে পারে। প্রকৃতপক্ষে ভারতে শক্তিক্ষেত্রে রূপান্তর জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলিকে বিবেচনায় রেখে স্থির করা হয়েছে। শক্তি সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের উচ্চস্তরীয় বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করে শ্রী আর কে সিং সমগ্র বিশ্বের সামনে ভারতের শিক্ষা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শ্রী সিং আজ রাষ্ট্রসঙ্ঘের উচ্চ পর্যায়ের বৈঠকের মূল ভাবনা – ‘শক্তিক্ষেত্রে রূপান্তর সম্পর্কে বিশ্বে ভারতের ভূমিকা’ শীর্ষক ভার্চ্যুয়াল পদ্ধতিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন।
শ্রী সিং বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়নের উদ্দেশ্য পূরণে বিশ্বব্যাপী যে লক্ষ্য স্থির হয়েছিল, তা ১০ বছরের মধ্যে শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে সুলভ এবং নির্ভরযোগ্য আধুনিক ও বিকল্প শক্তিসম্পদের যোগান সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য সুদৃঢ় রাজনৈতিক অঙ্গীকার এবং শক্তিসম্পদের যোগান সম্প্রসারণে আরও উদ্ভাবনের নতুন পদ্ধতি খুঁজে বের করা প্রয়োজন। তিনি বলেন, এক্ষেত্রে পুনর্নবীকরণযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শ্রী সিং অন্যান্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব শক্তিসম্পদের রূপান্তরের ক্ষেত্রে সেই সমস্ত দেশগুলিকে আরও এগিয়ে আসতে হবে যাদের এ সংক্রান্ত দক্ষতা ও প্রযুক্তি রয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে ভারতের অঙ্গীকারের কথা উল্লেখ করে শ্রী সিং জানান, ২০৩০ সালের মধ্যে দেশে ৪৫০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্য স্থির হয়েছে। এই লক্ষ্য অর্জনে সৌরশক্তি, বায়ুশক্তি ও জৈবশক্তির ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শক্তি সংরক্ষণে ও পরিবেশ-বান্ধব হাইড্রোজেন শক্তি উৎপাদনে ভারত আন্তর্জাতিক সৌর জোটের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা গড়ে তুলছে। তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘের দীর্ঘমেয়াদি উদ্দেশ্যগুলি পূরণের লক্ষ্যে আরও অগ্রগতি করতে সদস্য রাষ্ট্রগুলির পাশাপাশি আঞ্চলিক ও স্থানীয় সরকার, অসরকারি প্রতিষ্ঠান এবং শক্তিক্ষেত্রের অংশীদারদেরকেও সামিল করতে হবে।
উল্লেখ করা যেতে পারে, আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে শক্তিক্ষেত্র নিয়ে যে বৈঠক আয়োজিত হতে চলেছে, ভারত তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর আগে আগামীকাল থেকে ভারত শক্তিসম্পদের রূপান্তরণে বিভিন্ন দেশের মন্ত্রীদের নিয়ে এক আলোচনার আয়োজন করছে। এই মন্ত্রী পর্যায়ের আলাপ-আলোচনার পাশাপাশি আগামী বৃহস্পতিবার ‘নাগরিক-কেন্দ্রিক শক্তিসম্পদের রূপান্তরণ ত্বরান্বিত করা’ শীর্ষক আরও একটি কর্মসূচির আয়োজন করেছে। এছাড়াও, আগামী ৭ জুলাই আন্তর্জাতিক সৌর জোটের সহযোগিতায় পুনর্নবীকরণযোগ্য এবং দীর্ঘস্থায়ী সম্পদের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা নিয়ে ওয়েবিনার আয়োজন করা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, রাষ্ট্রসঙ্ঘের সমস্ত সদস্য দেশ আন্তর্জাতিক সৌর জোটে নির্বিবাদে সামিল হতে পারে।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের আহ্বানে আগামী সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে শক্তিসম্পদের রূপান্তরণ নিয়ে সদস্য রাষ্ট্রগুলির বৈঠক আহ্বান করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী সিং সে সম্পর্কেই সাংবাদিকদের অবহিত করছিলেন। এ সম্পর্কে তিনি আরও জানান, বিশ্ব শক্তিসম্পদের রূপান্তরণে ভারত কি ভূমিকা পালন করতে পারে এবং ভবিষ্যতে শক্তিসম্পদের যোগান বাড়াতে ভারতের পরিকল্পনা কি হবে সে সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
CG/BD/DM/
(Release ID: 1729416)
Visitor Counter : 215