রেলমন্ত্রক
দেশের শহরগুলিতে ক্রমান্বয়ে আনলক পরিস্থিতিতে ভারতীয় রেল পরিযায়ী শ্রমিকদের ফেরাতে সাহায্য করছে
গত সাত দিনে ৩২.৫৬ লক্ষ যাত্রী রেলযাত্রা করেছেন, যার মধ্যে পরিযায়ী শ্রমিক ও অন্যান্যরা রয়েছেন
Posted On:
19 JUN 2021 4:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জুন, ২০২১
দেশের শহরগুলিতে ক্রমান্বয়ে আনলক পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ভারতীয় রেল পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে দিতে সাহায্য করছে। গত সাত দিনে, অর্থাৎ ১১ থেকে ১৭ জুনের মধ্যে গড়পড়তা ৩২.৫৬ লক্ষ যাত্রী রেল যাত্রা করেছেন। এরমধ্যে পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য রয়েছেন। যারা দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেছেন। পরিযায়ী শ্রমিকরা মূলত পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে বিভিন্ন গন্তব্যস্থলে যেমন, দিল্লি, মুম্বাই, পুনে, সুরাট, আমেদাবাদ এবং চেন্নাইতে ফিরেছেন।
পরিযায়ী শ্রমিকদের কর্মস্থলে ফিরিয়ে দিতে ভারতীয় রেল কোভিড প্রটোকল মেনে স্পেশাল মেল, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি হলিডে স্পেশাল এবং সামার স্পেশাল ট্রেন চালাচ্ছে। সমস্ত ট্রেনেই রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে।
আগামী দশ দিন, অর্থাৎ ১৯ থেকে ২৮ জুন পর্যন্ত প্রায় ২৯.১৫ লক্ষ যাত্রী, যার মধ্যে পরিযায়ী শ্রমিক রয়েছেন, বিভিন্ন ট্রেনের টিকিট বুক করেছেন।
CG/ SB
(Release ID: 1728682)