সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন আগামী ২১ জুন থেকে দেশের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় করোনা টিকাকরণ নিয়ে সচেতনতা গড়ে তুলতে "জান হ্যায় জাহান হ্যায়" প্রচারাভিযান শুরু হচ্ছে

Posted On: 19 JUN 2021 2:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুন, ২০২১

 

আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি আজ জানিয়েছেন, আগামী ২১ জুন থেকে দেশের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় করোনা টিকাকরণ নিয়ে সচেতনতা গড়ে তুলতে "জান হ্যায় জাহান হ্যায়" প্রচারাভিযান শুরু হচ্ছে। এর পাশাপাশি, গুজব ছড়ানো বন্ধ করতে প্রচার করা হবে। কেননা টিকাকরণ অভিযান নিয়ে কায়েমী স্বার্থে কিছু কিছু এলাকায় গুজব ছড়ানো হচ্ছে।

শ্রী নাকভি বলেন, আদিবাসী মন্ত্রকের পাশাপাশি, বিভিন্ন সামাজিক ও শিক্ষা মূলক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা টিকাকরণ নিয়ে প্রচার অভিযানে অংশ নেবে।

উত্তরপ্রদেশের সংখ্যালঘু অধ্যুষিত জেলার রামপুর থেকে জাতীয় স্তরে প্রচার অভিযান শুরু হবে। গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকায় টিকাকরণ অভিযানকে সফল করে তুলতে বিভিন্ন পেশার মানুষ বার্তা দেবেন।

শ্রী নাকভি উল্লেখ করেন যে, ভারতে তৈরি করোনা প্রতিষেধক টিকা আসার পিছনে বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও অবদান রয়েছে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং করোনার বিরুদ্ধে প্রধান হাতিয়ার।

তিনি বলেন, 'নৈ রোশনী' প্রকল্পে বিভিন্ন রাজ্যের হজ কমিটি, ওয়াকফ বোর্ড, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল, মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন সহ বিভিন্ন উন্নয়ন মূলক সংস্থা কাজ করে চলেছে। এদেরকেও 

"জান হ্যায় জাহান হ্যায়" এই অভিযানের সঙ্গে যুক্ত করা হবে। যাতে প্রতিটি মানুষ করোনা প্রতিষেধক টিকা নেওয়ার জন্য উৎসাহিত হন।

 

CG/ SB



(Release ID: 1728630) Visitor Counter : 137