যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ভারতীয় ডাক বিভাগ সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি 'স্পেশাল ক্যান্সেলেশন' প্রকাশ করছে
प्रविष्टि तिथि:
18 JUN 2021 5:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ জুন, ২০২১
ভারতের ডাক বিভাগ আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি স্পেশাল ক্যান্সেলেশন প্রকাশ করছে।
ডাক বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবসে প্রতিবছরই স্মরণীয় কিছু প্রকাশ করা হয়। ২০১৫ সালে আন্তর্জাতিক যোগ দিবসে এই বিভাগের পক্ষ থেকে দুটি স্মরণীয় ডাকটিকিট এবং একটি মিনিয়েচার শিটের সেট নিয়ে আসা হয়েছিল। আবার ২০১৬ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূর্য প্রণাম এর ওপর একটি ডাকটিকিটের সেট প্রকাশ করেছিলেন। ২০১৭ সালে জাতিসংঘ ডাক প্রশাসন, ইউএনপিএ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ১০ টি বিশেষ যোগের আসন সম্বলিত ডাকটিকিটের সেট তৈরি করে।
২০২১-এ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দিল্লি ডাক সার্কেল বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
CG/ SB
(रिलीज़ आईडी: 1728385)
आगंतुक पटल : 168