ভূ-বিজ্ঞানমন্ত্রক

উত্তরাখন্ড, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশ, গুজরাট অঞ্চল সহ কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Posted On: 18 JUN 2021 3:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮জুন, ২০২১

 

ভারতের আবহাওয়া বিভাগ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ জুন, উত্তরাখণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশ, গুজরাট অঞ্চল সহ কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোয়া এবং কোঙ্কনের প্রতিষ্ঠান ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি, পশ্চিম উত্তর প্রদেশ, ছত্রিশগড়, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মধ্য মহারাষ্ট্র এবং কর্নাটকের দক্ষিণ অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সৌরাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকাল, কেরালা ও মাহেতে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার কয়েকটি অঞ্চলে। এছাড়াও, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্বু- কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাট ও মারাঠওয়াদায়।

ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর, উত্তর আন্দামান সাগরে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। আরব সাগরেও একই পরিস্থিতির সৃষ্টি হবে। এর প্রভাবে কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র ও গুজরাটে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

 

CG/SB



(Release ID: 1728376) Visitor Counter : 149