সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

শ্রী থেওরচাঁদ গেহলত বৃহস্পতিবার ৭ টি জাতীয় প্রতিষ্ঠান এবং ৭টি কম্পোসিট আঞ্চলিক কেন্দ্রে একাধিক ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষমদের এক ছাতার তলায় পরিষেবা প্রদানের জন্য ১৪টি কেন্দ্রের উদ্বোধন করবেন

Posted On: 16 JUN 2021 8:57PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৬  জুন, ২০২১

 

কেন্দ্রীয় সামাজিক ন্যায়-বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রী শ্রী থেওরচাঁদ গেহলত বৃহস্পতিবার (১৭ জুন) ৭ টি জাতীয় প্রতিষ্ঠান এবং ৭টি কম্পোসিট আঞ্চলিক কেন্দ্রে একাধিক ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষমদের এক ছাতার তলায়  পরিষেবা প্রদানের জন্য ১৪টি কেন্দ্রের উদ্বোধন করবেন।বেলা ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এই কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। 

বর্তমানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ণ দপ্তরের আওতাধীন এই জাতীয় প্রতিষ্ঠানগুলিতে যেকোন একটি প্রতিবন্ধী রোগের চিকিৎসার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে থেরাপিউটিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা হয়েছে। নবজাতক থেকে ৬ বছর বয়সী পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বিপদ এড়াতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ণ দপ্তর দিল্লী, মুম্বাই, দেরাদুন, সেকেন্দ্রাবাদ, কলকাতা, কটক ও চেন্নাই-এর ৭টি জাতীয় প্রতিষ্ঠান এবং সুরেন্দ্রনগর, লক্ষ্ণৌ, ভুপাল, রাজনন্দগাঁও, পাটনা, নেল্লোর, কোঝিঁকোড়ের ৭টি বহু অংশ সমন্বিত আঞ্চলিক কেন্দ্রে এই ১৪টি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হবে। আপাতত প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই কেন্দ্র চালু করা হচ্ছে। এখানে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা, প্রাক বিদ্যালয়ে প্রশিক্ষণ, পুর্নবাসন ইত্যাদি সুবিধা নিরবচ্ছিন্নভাবে প্রদান করা হবে।

 

CG/SS/NS



(Release ID: 1728169) Visitor Counter : 120