বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
স্থান ও কাল নিউট্রিনোর দোলনকে প্রভাবিত করে
Posted On:
17 JUN 2021 3:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জুন, ২০২১
বিজ্ঞানীরা স্থান ও কালের জ্যামিতিক ব্যাখ্যা করে দেখেছেন যে, নিউট্রিনো কিভাবে আন্দোলিত হতে পারে। নিউট্রিনো হ’ল এক ধরনের রহস্যাবৃত কণিকা। সূর্য, নক্ষত্র এবং অন্যান্য মহাজাগতিক পদার্থের ভর-কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসে বিভিন্ন বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে নিউট্রিনোর সৃষ্টি হয়। নিউট্রিনোগুলি অত্যন্ত দুর্বলভাবে বিভিন্ন বিক্রিয়ায় অংশ নেয়।
মানুষের চারদিকে কোটি কোটি নিউট্রিনো ঘুরে বেড়ায় অথচ আমরা তা বুঝতে পারি না। গতির বিপরীতে নিউট্রিনো সবসময় আবর্তিত হয়। বছর কয়েক আগেও ধারণা করা হ’ত, নিউট্রিনোর কোনও ভর নেই। বর্তমানে ধারণা করা হয়, নিউট্রিনোর দোলনের ফলে সেখানে খুব কম হলেও ভরের সৃষ্টি হয়।
এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস – এর অধ্যাপক অমিতাভ লাহিড়ি এবং তাঁর ছাত্র শ্রী সুভাশিষ চক্রবর্তী এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন।
এই গবেষণায় কাল ও স্থানের জ্যামিতিক তত্ত্ব অনুযায়ী নিউট্রিনো যদি ভরহীন হয়, তা হলেও এর পরিমিত দোলনে একটি মহাজাগতিক প্রভাব বিস্তার হয়। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ত্বশাসিত সংস্থা এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের বৈজ্ঞানিকরা দেখেছেন যে, নিউট্রিনো, ইলেক্ট্রন, প্রোটন সহ বিভিন্ন কণার মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে পৃথক পৃথক সত্ত্বা দেখা যায়।
ঐ কণাগুলো কিভাবে আবর্তিত হচ্ছে, তার উপর ভিত্তি করে একটি শক্তি তৈরি হয়। জ্যামিতিকভাবে আবিষ্ট ভরের মাধ্যমে নিউট্রিনোর দোলনের মাধ্যমে দুর্বল তড়িৎ ক্ষেত্রে বিক্রিয়ার সৃষ্টি হয়।
CG/CB/SB
(Release ID: 1728056)
Visitor Counter : 238