নীতিআয়োগ

নীতি আয়োগ তেসরা জুন ২০২০-২১ সালের এসডিজি ইন্ডিয়া ইনডেক্স ও ড্যাশবোর্ড প্রকাশ করবে

Posted On: 02 JUN 2021 11:45AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২  জুন, ২০২১

 

নীতি আয়োগ তেসরা জুন ভারতের স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা (সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল-এসডিজি)-র সূচকের তৃতীয় সংস্করণ প্রকাশ করবে। ২০১৮র ডিসেম্বরে  এ সংক্রান্ত লক্ষ্যমাত্রার প্রথম সূচকটি প্রকাশিত হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে এসডিজি-র সূচক নির্ধারিত হয়। তেসরা জুন এই সূচক প্রকাশ করবেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার, তিনি এসডিজি ইন্ডিয়া ইনডেক্স ও ড্যাশবোর্ডেরও ওই একই দিনে সূচনা করবেন। এই অনুষ্ঠানে নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ডঃ বিনোদ পাল, মুখ্য কার্য নির্বাহী আধিকারিক শ্রী অমিতাভ কান্ত এবং এসডিজি-র উপদেষ্টা শ্রীমতি সংযুক্তা সমাদ্দার উপস্থিত থাকবেন। এসডিজি-র সূচক তৈরিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি, রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থা এবং কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক সহ অন্যান্য মন্ত্রক সাহায্য করেছে।

২০২০-২১ সালে এসডিজি ইন্ডিয়া ইনডেক্স ও ড্যাশবোর্ড : এই শতকের কাজের অংশীদারঃ- 

রাষ্ট্রসংঘের সহযোগিতায় এই সূচকটি তৈরি করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক লক্ষ্য পূরণের জন্য দেশের অগ্রগতিকে এর মাধ্যমে পরিমাপ করা হবে। স্থিতিশীল, প্রাণবন্ত ও পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে এই উন্নয়ন সম্ভব। ২০৩০ সালের মধ্যে উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে দেশ কতটা এগিয়েছে তারজন্য এবারের সূচকের শিরোনাম "এসডিজি ইন্ডিয়া অ্যান্ড ড্যাশবোর্ড, ২০২০-২১ : পার্টনারশিপ ইন দি ডিকেড অফ অ্যাকশন"।    

প্রতিটি সংস্করণকে আগের পর্বের থেকে অভিজ্ঞতা নিয়ে আরও উন্নত করা হচ্ছে। ২০১৮-১৯এ ১৩টি লক্ষ্য, ৩৯টি লক্ষ্যমাত্রা অর্জন এবং ৬২টি সূচক নির্ধারিত হয়েছিল। পরের বছর তা পরিবর্তিত হয়ে ১৭টি লক্ষ্য, ৫৪টি লক্ষ্যমাত্রা অর্জন করা এবং ১০০টি সূচক নির্ধারিত হয়। এবারের সংস্করণে ১৭টি লক্ষ্য,  ৭০টি লক্ষ্যমাত্রা অর্জন করা এবং ১১৫টি সূচক নির্ধারিত হবে।

এই সূচকগুলি নির্ধারণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন কাজের মূল্যায়ণ করা হয়। আর তার ওপর ভিত্তি করে পরবর্তী সংস্করণের লক্ষ্য স্থির করা হয়। 

এই সূচকের মাধ্যমে ২০৩০ সালের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিভিন্ন ক্ষেত্রের মূল্যায়ণ করা হয়। স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গ, অর্থনৈতিক উন্নয়ন, প্রতিষ্ঠান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। এসডিজি-র বিষয়ে নীতি আয়োগ সবসময় সমন্বয়ের কাজ করে থাকে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যাতে স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে যায় সে কাজে নজরদারি চালাতে নীতি আয়োগের এই উদ্যোগ।

  

CG/CB /NS


(Release ID: 1723851) Visitor Counter : 315