ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

ভারতীয় মানক ব্যুরোর “এক দেশ এক মান” ব্যবস্থার আওতায় রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন দেশের প্রথম এসডিও প্রতিষ্ঠান হয়ে উঠতে চলেছে

Posted On: 01 JUN 2021 1:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ জুন, ২০২১

 

ভারতীয় রেলের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (আরডিএসও) প্রতিষ্ঠানটি ভারতীয় মানক ব্যুরোর (বিআইএস) ‘এক দেশ এক মান’ কর্মসূচির আওতায় দেশের প্রথম এসডিও প্রতিষ্ঠান হয়ে উঠতে চলেছে। রেল এবং গ্রাহক বিষয়ক দপ্তরের অধীন এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে আদর্শ মান বজায় রাখার ক্ষেত্রে অভিনব এই উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলির কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে। দেশের অগ্রণী গবেষণা ও মান নির্ণায়ক প্রতিষ্ঠানগুলির কাছে আদর্শ মান মেনে চলা তথা বিশ্বমানের ব্যবস্থা কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

উল্লেখ করা যেতে পারে যে, ভারতীয় মানক ব্যুরো ‘এক দেশ এক মান’ ব্যবস্থা চালু করেছে। জাতীয় স্তরের মান নির্ণায়ক এই প্রতিষ্ঠানটি আদর্শ মান অনুসরণ করার ক্ষেত্রে গবেষণা ও মান নির্ণয়ের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে এসডিও স্বীকৃতি দিয়ে থাকে। ‘এক দেশ এক মান’ ব্যবস্থার মাধ্যমে ভারতীয় মানক ব্যুরো দেশে মানক ব্যবস্থায় উন্নয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষমতা এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে চলেছে।

ভারতীয় রেলের লক্ষ্ণৌস্থিত রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনটি একমাত্র গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান যা রেলের বিভিন্ন ক্ষেত্রে আদর্শ মানক ব্যবস্থার প্রবর্তনে যুক্ত রয়েছে। রেলের এই প্রতিষ্ঠানটি স্ট্যান্ডার্ড ডেভেলপিং অর্গানাইজেশন বা এসডিও স্তরের একটি প্রতিষ্ঠান হয়ে ওঠার লক্ষ্যে ভারতীয় মানক ব্যুরোর কাছে স্বীকৃতির জন্য আবেদন জানায়। এ ধরনের প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার পূর্বে মানক ব্যুরো যাবতীয় আদর্শ মানক মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করে স্বীকৃতির বিষয়টি স্থির করে থাকে। রেলের এই প্রতিষ্ঠানটির মানক প্রণয়ন ব্যবস্থা পর্যালোচনা করার পর গত ২৪ মে ভারতীয় মানক ব্যুরো ওই প্রতিষ্ঠানটিকে এসডিও প্রতিষ্ঠানের স্বীকৃতি দেয়।

ভারতীয় মানক ব্যুরোর এই স্বীকৃতিদানের ফলে রেলের এই প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত মানোন্নয়ন ও উদ্ভাবনের ক্ষেত্রে আদর্শ মান প্রণয়নে আরও এক কদম অগ্রসর হবে।

 

CG/BD/DM/



(Release ID: 1723456) Visitor Counter : 257