শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা তাদের সদস্যদের জন্য দ্বিতীয় কোভিড-১৯ অগ্রিম দেওয়ার অনুমোদন দিয়েছে

কোভিড-১৯- অতিমারির দ্বিতীয় ঢেউয়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

प्रविष्टि तिथि: 31 MAY 2021 2:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ মে, ২০২১

 

কোভিড জনিত অতিমারির দ্বিতীয় ঢেউয়ে গ্রাহকদের সুবিধা দিতে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা, ইপিএফও আজ তাদের সদস্যদের জন্য অফেরৎযোগ্য অগ্রিম গ্রহণের অনুমতি দিয়েছে।

সরকার জানিয়েছে যে, এই অতিমারির সময় সদস্যের আর্থিক প্রয়োজন মেটাতে অগ্রিম নেওয়ার বিষয়টি ২০২০-র মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এজন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের একটি সংশোধনী কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডস স্কিম-১৯৫২, করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে, অতিমারি চলাকালীন কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থার অধীনে থাকা সদস্যদের জন্য এই অগ্রিম অর্থ বিশেষভাবে সহায়ক হবে।

বিশেষ করে যারা মাসিক ১৫ হাজার টাকার কম বেতন পান। এ পর্যন্ত কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা কোভিড-১৯ অগ্রিম নেওয়ার ক্ষেত্রে ৭৬.৩১ লক্ষ আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮,৬৯৮.১৫ কোটি টাকা প্রদান করেছে।

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে আবার মিউকরমাইকোসিস অথবা ব্ল্যাক ফাঙ্গাসকে আবার মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সরকার কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার সঙ্গে যুক্ত সদস্যদের অগ্রিম দেওয়ার ব্যাপারটি মঞ্জুর করেছে। যারা প্রথম পর্যায়ে অগ্রিমের টাকা নিয়েছেন, তাঁরা দ্বিতীয় পর্যায় টাকার জন্য আবেদন করতে পারেন। প্রথম পর্যায়ক্রমে টাকা যেভাবে নেওয়া হয়েছিল, দ্বিতীয় পর্যায়েও তা একইভাবে তা নিতে হবে।

আবেদনপত্র গ্রহণের তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য বলা হয়েছে। এজন্য কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থার পক্ষ থেকে একটি স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়েছে।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1723181) आगंतुक पटल : 349
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam