বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

হাই পারফরমেন্স কম্পিউটিং (এইচপিসি) এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে ব্রিকস গোষ্ঠীর কর্মসমিতির বৈঠকে আলোচনা

Posted On: 30 MAY 2021 9:56AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০শে  মে, ২০২১

 

ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে হাই পারফরমেন্স কম্পিউটিং (এইচপিসি), জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন গবেষণা, ওষুধ শিল্পে সুপার কম্পিউটারের প্রয়োগ, কৃত্রিম মেধা, এইচপিসি ভিত্তিক জনস্বাস্থ্যের বিভিন্ন ওষুধ উৎপাদন এবং যে কোনো মহামারিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মসমিতির বৈঠকে আলোচনা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ২৭ এবং ২৮শে মে পঞ্চম ব্রিকস গোষ্ঠীর কর্মসমিতির এই বৈঠকে ৫০ জনের বেশি গবেষক, শিক্ষাবিদ এবং সরকারী আধিকারিক অনলাইনের মাধ্যমে যোগ দেন।    

বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরামর্শ দাতা ও প্রধান শ্রী সঞ্জীব কুমার বারশনে কৃত্রিম মেধা, বিগ ডেটা, মেশিন লার্নিং এর মতো নতুন নতুন প্রযুক্তির চিকিৎসা বিজ্ঞান, কৃষি, ভূবিজ্ঞানের মতো ক্ষেত্রে প্রয়োগের উপর গুরুত্ব দিয়েছেন। ব্রিকস গোষ্ঠীর বহুস্তরীয় প্রকল্পগুলিকে সহায়তার জন্য ভারতের অঙ্গীকারের কথাও তিনি আবারও উল্লেখ করেন। সি – ড্যাকের সিনিয়ার ডিরেক্টর ড. সঞ্জয় ওয়ান্ধকার জাতীয় সুপার কম্পিউটিং মিশনে দেশীয় উদ্ভাবনের কথা উল্লেখ করেছেন। এর সাহায্যে আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে বন্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়।  

ভারত, স্বাস্থ্য, কৃষি এবং শিক্ষা ক্ষেত্রে নতুন উদ্যোগের জন্য ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছে। চীন, কৃষিকাজ ও ওষুধ উৎপাদনে উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য কৃত্রিম মেধা, এইচপিসি ও ৫জি ভিত্তিক ডিজিটাল ব্যবস্থাপনা প্রয়োগের উপর গুরুত্ব দিয়েছে। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ডিজিটাল বিশ্ব সংক্রান্ত একটি ফ্ল্যাগশিপ প্রকল্প শুরু করার বিষয়ে উদ্যোগী হতে প্রস্তাব দিয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সচিব পর্যায়ে একটি আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য, স্থিতিশীল কৃষিকাজ, চরম আবহাওয়া বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধানের জন্য ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির এইচপিসি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির কর্মসমিতি বিস্তারিতভাবে আলোচনা করেছে।  

 

CG/CB/SFS


(Release ID: 1723023) Visitor Counter : 238