সারওরসায়নমন্ত্রক

আসন্ন খরিফ মরশুমে ডিএপি এবং অন্যান্য সারের ক্ষেত্রে বর্ধিত হারে ভর্তুকি সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি

খরিফ মরশুমে সরকার ভর্তুকি বাবদ আরও ১৪ হাজার ৭৭৫ কোটি টাকার ব্যয়ভার বহন করবে

Posted On: 20 MAY 2021 8:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মে,  ২০২১

 

প্রধানমন্ত্রী সারের ক্ষেত্রে বর্ধিত হারে ভর্তুকির জন্য যে ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন, সে সম্পর্কে আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেন্দ্রীয় সরকার আসন্ন খরিফ মরশুমে ভর্তুকি খাতে আরও ১৪ হাজার ৭৭৫ কোটি টাকার ব্যয়ভার বহন করবে। এর মধ্যে ডিএপি সারের ক্ষেত্রে ভর্তুকি বাবদ খরচ করা হবে ৯ হাজার ১২৫ কোটি টাকা এবং এনপিকে-ভিত্তিক অন্যান্য সারের ক্ষেত্রে ভর্তুকি বাবদ অতিরিক্ত ৫ হাজার ৬৫০ কোটি টাকা দেওয়া হবে।

চলতি খরিফ মরশুমে ডিএপি সহ অন্যান্য সারের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ১০০ শতাংশের বেশি করা হয়েছে। ভর্তুকি বাবদ খরিফ মরশুমে অতিরিক্ত যে ১৪ হাজার ৭৭৫ কোটি টাকা ব্যয় করা হবে, তার ফলে চলতি আর্থিকবর্ষে মোট ভর্তুকির পরিমাণ দাঁড়াবে ৪২ হাজার ২৭৫ কোটি টাকা। উল্লেখ করায যেতে পারে, আগেই খরিফ মরশুমে সারে ভর্তুকির জন্য ২৭ হাজার ৫০০ কোটি টাকার সংস্থান করা হয়েছিল।

ডিএপি সারের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ ব্যাগ প্রতি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে, যা প্রায় ১৪০ শতাংশ বেশি। এর ফলে, আন্তর্জাতিক বাজারে ডিএপি সারের দামে বৃদ্ধি সত্ত্বেও সিদ্ধান্ত হয়েছে যে, দেশে ব্যাগ প্রতি ১২০০ টাকার পুরনো দামেই এই সার বিক্রি করা হবে। কেন্দ্রীয় সরকার এই খাতে মূল্য বৃদ্ধির অতিরিক্ত খরচ বহন করবে। উল্লেখ করা যেতে পারে, এর আগে কখনও ব্যাগ প্রতি ভর্তুকির পরিমাণ এতটা বাড়ানো হয়নি।

সার উৎপাদক সংস্থা/আমদানিকারীদের মাধ্যমে ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে ইউরিয়া, পটাশ ও ডিএপি-র মতো বিভিন্ন সারের যোগান সুনিশ্চিত করতে সবরকম চেষ্টা চালাচ্ছে। এমনকি, সারের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কৃষকদের যাতে অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে না হয়, তার জন্য সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সারের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কৃষকদের সর্বতোভাবে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে।        

                           

CG/BD/SB



(Release ID: 1721350) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Hindi , Punjabi , Odia