রেলমন্ত্রক

অক্সিজেন এক্সপ্রেস জাতির উদ্দেশ্যে অক্সিজেন সরবরাহের জন্য ১৫ হাজার মেট্রিক টন অতিক্রম করেছে

আসামে প্রথম ৮০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে অক্সিজেন এক্সপ্রেস আজ পৌঁছেছে

Posted On: 23 MAY 2021 1:41PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ মে, ২০২১

 

জাতির উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেসের যাত্রা অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ৯৩৬ টি ট্যাংকারে মোট ১৫২৮৪ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত ২৩৪ টি অক্সিজেন এক্সপ্রেস বিভিন্ন রাজ্যে তাদের যাত্রা শেষ করেছে। এর পাশাপাশি, আজ ৩১টি ট্যাঙ্কারের মাধ্যমে ৫৬৯ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ৯ টি অক্সিজেন এক্সপ্রেস যাত্রাপথে রয়েছে।

আসামে এই প্রথম আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ অক্সিজেন এক্সপ্রেস পৌঁছেছে। মোট চারটি ট্যাংকারে ৮০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পাঠানো হয়েছে।

কর্নাটকে এ পর্যন্ত ১ হাজার মেট্রিক টন তরল অক্সিজেন পাঠানো হয়েছে। প্রতিদিন অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৮০০ মেট্রিক টন অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে অনুরোধ আসায় ভারতীয় রেল খুব অল্প সময়ের মধ্যে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এ পর্যন্ত ১৪ টি রাজ্যে অক্সিজেন এক্সপ্রেস তরল মেডিকেল অক্সিজেন নিয়ে পৌঁছেছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে, উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ এবং আসাম।

গত ২৪ এপ্রিল থেকে এই অক্সিজেন এক্সপ্রেস তার যাত্রা শুরু করে আজ তার ২৯ দিন অতিক্রান্ত হয়েছে।

 

CG/SB



(Release ID: 1721102) Visitor Counter : 170