রেলমন্ত্রক

বিশেষ পরিস্থিতিতে ২২৪ টি অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৮৮৪ টি ট্যাংকারে এ পর্যন্ত ১৪৫০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছে

বর্তমানে ৮ টি অক্সিজেন এসপ্রেসের ৩৫ টি ট্যাংকারে ৫৬৩ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন যাত্রাপথে রয়েছে

प्रविष्टि तिथि: 22 MAY 2021 4:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ মে, ২০২১

 

সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ভারতীয় রেল একনাগাড়ে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে সারা দেশ জুড়ে তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) সরবরাহ করে চলেছে। এ পর্যন্ত ভারতীয় রেল ৮৮৪ টি ট্যাংকারের মাধ্যমে ১৪৫০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ২২৪ টি অক্সিজেন এক্সপ্রেস বিভিন্ন রাজ্যে তাদের যাত্রা শেষ করেছে। অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে প্রতিদিন ৮০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। রাজ্যগুলির চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ পর্যন্ত ১৩ টি রাজ্য যেমন, উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কেরালা, দিল্লি, এবং উত্তর প্রদেশে অক্সিজেন এক্সপ্রেস পাঠানো হয়েছে।

গত ২৪ এপ্রিল থেকে এই অক্সিজেন এক্সপ্রেসের যাত্রা শুরু হয়।

বর্তমানে ৮ টি অক্সিজেন এসপ্রেসের ৩৫ টি ট্যাংকারে ৫৬৩ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন যাত্রাপথে রয়েছে।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1720949) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil , Kannada