মানবসম্পদবিকাশমন্ত্রক

দ্বাদশ শ্রেণীর এবং পেশাদার পাঠক্রমে প্রবেশিকা পরীক্ষার বিষয়ে আলোচনা করতে আগামীকাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে

Posted On: 22 MAY 2021 1:21PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২২ মে, ২০২১

 

দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা পরিচালনা এবং পেশাদার পাঠক্রমে প্রবেশিকা পরীক্ষার প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনা করতে আগামীকাল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব, রাজ্য পরীক্ষা পর্ষদের চেয়ারপার্সন সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই বৈঠকে পৌরহিত্য করবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর উপস্থিত থাবেন।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লিখিত এক চিঠিতে বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর, শিক্ষা মন্ত্রক এবং সিবিএসই-কে ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সুরক্ষার কথা বিবেচনা করে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের বিষয় অন্বেষণের আহ্বান জানিয়েছেন। উচ্চ শিক্ষা দপ্তর ইতি মধ্যেই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা শুরু করতে বলেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে কোভিড-১৯ অতিমারির জেরে শিক্ষা ক্ষেত্রে, বিশেষত পর্ষদের পরীক্ষা এবং প্রবেশিকা পরীক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে প্রায় সমস্ত রাজ্যের শিক্ষা পর্ষদ, সিবিএসই এবং আইসিএসই চলতি বছরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রেখেছে। একইভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং অন্যান্য জাতীয় পরীক্ষা পরিচালনকারী প্রতিষ্ঠানগুলিও পেশাদার পাঠক্রমে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা স্থগিত করে দিয়েছে। 

দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ওপর নির্ভর ক’রে রাজ্য পর্ষদের পরীক্ষা এবং সারা দেশে অন্যান্য প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তা হ্রাস করা বাঞ্ছনীয়। তাই সারা দেশে সকল শিক্ষার্থীদের স্বার্থে দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষা সম্পর্কে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রী পোখরিয়াল ট্যুইটারের মধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষ – শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অন্যান্যদের কাছ থেকেও মতামত জানতে চেয়েছেন। 

 

CG/SS/SKD/


(Release ID: 1720938) Visitor Counter : 249