সারওরসায়নমন্ত্রক
কৃষকদের স্বার্থে সরকার সারের সহায়ক মূল্য এককালীন বৃদ্ধি করে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে
Posted On:
20 MAY 2021 12:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ মে, ২০২১
কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী সদানন্দ গৌড়া আজ আসন্ন খরিফ মরশুমে কৃষকদের স্বার্থে সারের ক্ষেত্রে ভর্তুকির হার বৃদ্ধির জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবেন।
সাম্প্রতিক মাসগুলিতে ডি অ্যামোনিয়াম ফসফেট ( ডিএপি ) এবং ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়া বা সালফারের মতো সার ও কাঁচামালের আন্তর্জাতিক দাম ৬০ থেকে ৭০ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু বৃদ্ধি পেয়েছে দেশীয় দাম।
এরই পরিপ্রেক্ষিতে সরকার কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে তাঁদের কষ্ট লাঘব করার জন্য একটি তাৎক্ষণিক এবং সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১৯ মে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকেই প্রধানমন্ত্রীর নির্দেশ দেন যে, সারের দাম বাড়ানো যাবে না। এসংক্রান্ত বৃদ্ধির বোঝা কেন্দ্রীয় সরকারই বহন করবে। কোভিড সময়কালে কৃষকদের স্বার্থে এককালীন ব্যবস্থা হিসেবে খরিফ মরশুমের জন্য তাই সারের ক্ষেত্রে ভর্তুকির হার ব্যাগ প্রতি ৫১১ টাকা থেকে বাড়িয়ে ১২১১ টাকা করা হয়েছে। অর্থাৎ ব্যাগ পিছু ৭০০ টাকা বাড়ানো হয়েছে।
CG/ SB
(Release ID: 1720350)
Visitor Counter : 221