রেলমন্ত্রক

অক্সিজেন এক্সপ্রেসের ৭২৭টিরও বেশি ট্যাঙ্কারের মাধ্যমে প্রায় ১১ হাজার ৮০০ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন সরব করা হয়েছে

Posted On: 19 MAY 2021 5:45PM by PIB Kolkata

নতুন  দিল্লি, ১৯ মে, ২০২১

 

সকল বাধা অতিক্রম করে এবং নতুন সমাধানের পথ অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় রেল দেশের বিভিন্ন রাজ্যে তরল চিকিৎসা অক্সিজেন সরবরাহ করেছে। এপর্যন্ত ভারতীয় রেল বিভিন্ন রাজ্যে ৭২৭টিরও বেশি ট্যাঙ্কারের মাধ্যমে প্রায় ১১৮০০ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এপর্যন্ত ১৯৬টি অক্সিজেন এক্সপ্রেস যাত্রাপথ সম্পূর্ণ করেছে। এছাড়াও ১১টি অক্সিজেন এক্সপ্রেসের ৪৩ টি ট্যাঙ্কারে ৭১৭ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন সরবরাহ করা হবে।

বিগত কয়েকদিনে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে দৈনিক প্রায় ৮০০ মেট্রিক টন তরল চিকিৎসা অক্সিজেন সরবরাহ করা হয়েছে। ভারতীয় রেল অনুরোধকারী রাজ্যগুলির কাছে দ্রুততার সঙ্গে তরল চিকিৎসা অক্সিজেন পৌঁছে দেওয়ার সর্বত চেষ্টা চালাচ্ছে। উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, অন্ধ্র প্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কেরালা, দিল্লি এবং উত্তর প্রদেশে - এই ১৩ টি রাজ্যে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়েছে।

এপর্যন্ত মহারাষ্ট্রে ৫২১, উত্তরপ্রদেশে প্রায় ২৯৭৯, মধ্যপ্রদেশে ৪৯৮, হরিয়ানায় ১ হাজার ৫০৭,  তেলেঙ্গানায় ৬৫৩, রাজস্থানে ৯৭, কর্ণাটকে ৪৮১, উত্তরাখণ্ডে ২০০, তামিলনাড়ুতে ৪৪০, অন্ধ্রপ্রদেশে ২২৭, পাঞ্জাবের ৮১, কেরালায় ১১৭ এবং দিল্লিতে ৩ হাজার ৯৭৮ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে। আরও কয়েকটি অক্সিজেন এক্সপ্রেস আজ রাতে সুনির্দিষ্ট গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বেশ কয়েকটি রাজ্য এই তরল চিকিৎসা অক্সিজেন নিয়ে আসার জন্য ট্যাঙ্কার ভারতীয় রেলকে ট্যাঙ্কার সরবরাহ করেছে।

 

CG/SS/AS/


(Release ID: 1720032) Visitor Counter : 230