সংস্কৃতিমন্ত্রক
আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্ট একটি অডিও ভিজ্যুয়াল গাইড অ্যাপ-এর সূচনা করেছে
Posted On:
18 MAY 2021 3:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ মে, ২০২১
জাতীয় জাদুঘর দিবস উপলক্ষে নতুন দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্ট একটি অডিও ভিজ্যুয়াল গাইড অ্যাপ-এর সূচনা করেছে। এই অ্যাপের মাধ্যমে স্মার্ট ফোনে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় দর্শকেরা জাদুঘরের মূল্যবান ভারতীয় আধুনিক শিল্প সম্পর্কে নানান কাহিনী জানতে এবং শুনতে পারবেন। এই অ্যাপে জাদুঘরের গ্যালারি জুড়ে প্রদর্শিত আধুনিক শিল্পকলাগুলির আবিষ্কার সম্পর্কে অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে নানান তথ্য তুলে ধরা হয়েছে।
গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে এই অ্যাপটি পাওয়া যাবে। ব্যবহারকারীদের অ্যাপটি ডাউনলোড করতে হবে। তবে অ্যাপটি ডাউনলোড করতে আগ্রহী নয় এমন দর্শকদের জন্য এই অ্যাপ্লিকেশনের একটি ওয়েব সংস্ককরণ পাওয়া যাবে। কিন্তু তার জন্য কিউআর কোড স্ক্যান করা প্রয়োজন। এই ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্ট-এর অ্যাপে জাদুঘরে চিত্র অডিও ভিডিও মাধ্যমে তুলে ধরা হয়েছে। এতে জাদুঘরের দর্শনার্থীদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। শিল্পের বিবরণ, শিল্পকর্মের পেছনে চিন্তাভাবনা ইত্যাদি আকর্ষণীয় গল্প উঠে এসেছে এই অ্যাপে।
এই অ্যাপের সূচনার অনুষ্ঠানে ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্ট-এর মহানির্দেশক শ্রী অদ্যৈত গদনায়ক জানান, এর ফলে দর্শনার্থীদের সঙ্গে শিল্পকলার এক অন্তরঙ্গ যোগ গড়ে উঠবে। বাচ্চা থেকে যুব সকলের কাছেই এই অ্যাপটি গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে তিনি জানান।
CG/SS/SKD/
(Release ID: 1719700)
Visitor Counter : 210