রেলমন্ত্রক
ঘূর্ণিঝড় তৌকতে’র মোকাবিলায় রেলের পদক্ষেপ
Posted On:
17 MAY 2021 4:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ মে, ২০২১
ঘূর্ণিঝড় তৌকতে’র মোকাবিলায় রেল সমস্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, কঙ্কন, মধ্য ও পশ্চিম রেলের অন্তর্গত সমস্ত রেল স্টেশনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়েছে। আঞ্চলিক ও ডিভিশনাল কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে। এমনকি সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে যে কোনোরকম পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনাও করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ট্রেন, চিকিৎসা সহায়তাকারী ভ্যান ও টাওয়ার ওয়াগানের মতো রেলের সমস্ত জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে। বৃষ্টির সময় সুরক্ষিত নয় এমন জায়গাগুলির ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ঝড়ের গতিবেগের ওপর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী ট্রেন চলাচলের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমনকি আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখে স্বল্প দূরত্বের এবং দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলি আপাতত বাতিল করা হয়েছে। গত ১৪ মে থেকে একটি বিপর্যয় মোকাবিলা গোষ্ঠী গঠন করা হয়েছে এবং তার কাজ শুরু হয়েছে।
গোয়া বন্দর, ভিএসজি এবং অন্যান্য স্টেশনগুলিতে এই ঘূর্ণিঝড়ের বিষয়ে যথাযথ প্রচার চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা বেশি হলে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে বলেও ঘোষণা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা অনুসারে বন্দরগুলিতে রেল রেকে মাল বোঝাও খালি করার কাজ নিয়ন্ত্রণ করা হয়েছে। মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা ও গুরুত্বপূর্ণ রেল সেতুগুলির ওপর প্রতি নিয়ত নজরদারি চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছে। রেল দপ্তর প্রতি নিয়ত রাজ্যের আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রেখে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। মানুষের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধে বিপর্যয় মোকাবিলা বাহিনীর নির্দেশ অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার কারণে আগে থেকে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে রেল চলাচলের ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
CG/SS/SKD/
(Release ID: 1719491)
Visitor Counter : 154