মানবসম্পদবিকাশমন্ত্রক
আইআইটি একটি ভ্রাম্যমাণ প্রথাগত পরিবেশ-বান্ধব চুল্লি উদ্ভাবন করেছে
Posted On:
13 MAY 2021 2:00PM by PIB Kolkata
চন্ডীগড়, ১৩ মে, ২০২১
রোপারের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি একটি ভ্রাম্যমাণ বৈদ্যুতিক চুল্লি উদ্ভাবন করেছে। এই চুল্লিতে কাঠ ব্যবহার করা সত্ত্বেও ধোঁয়াহীনভাবে দাহ করা যাবে। প্রচলিত চুল্লিতে ব্যবহৃত কাঠের অর্ধেক পরিমাণ কাঠ ব্যবহার করেই শেষকৃত্য করা যাবে। ফিতেযুক্ত স্টোভের আগুণের রঙ যখন হলুদ হয়, তখন সেখান থেকে ধোঁয়াহীন নীল শিখা বের হয়। এই শিখা দহনে সাহায্য করে।
আইআইটি-র অধ্যাপক ডঃ হরপ্রীত সিং এমন একটি চুল্লি উদ্ভাবন করেছেন, যেখানে এই প্রযুক্তি ব্যবহার করে ১ হাজার ৪৪ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় পৌঁছানো যাবে। এই চুল্লিটি বহনক্ষম। এখানে প্রাথমিকভাবে দহন কাজের পর গরম বাতাস তৈরি হবে, যার মাধ্যমে ১২ ঘণ্টায় দেহ পোড়ানো যাবে। এই চুল্লিতে স্টেনলেস স্টিলের ইনস্যুলেশন করা থাকবে। ফলে, তাপ পরিবহণ হবে না এবং কম কাঠ ব্যবহার করা যাবে। চুল্লির তলায় একটি ট্রে থাকবে। এই ট্রে’তে ছাই জমা হওয়ার পর, সেটি সহজেই ফেলে দেওয়া যাবে।
ডঃ সিং বলেছেন, এর ফলে চিরায়ত পদ্ধতি মেনে দাহ কাজ করা যাবে। বর্তমান মহামারীর পরিস্থিতিতে এ ধরনের ব্যবস্থা নিকটজনদের মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করতে সাহায্য করবে। বহনযোগ্য হওয়ায় স্থান সঙ্কুলানের সমস্যা দেখা দেবে না। চিমা ব্রাদার্স লিমিটেড নামে একটি সংস্থা এই চুল্লি প্রোটোটাইপ তৈরি করেছে।
CG/CB/SB
(Release ID: 1718366)
Visitor Counter : 159