বিদ্যুৎমন্ত্রক

আইআরইডিএ এবং এনএইচপিসি ৩০০র বেশি কর্মীকে টিকা দিয়েছে

Posted On: 09 MAY 2021 8:53AM by PIB Kolkata

নয়াদিল্লী,  ৯ মে, ২০২১

 

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড (আইআরইডিএ) এবং এনএইচপিসি লিমিটেড আইআরইডিএ-র নতুনদিল্লির কর্পোরেট শাখায় ১৮-৪৪ বছর বয়সী কর্মীদের ৭ ও ৮ই মে টিকাকরণ শিবিরের আয়োজন করেছিল। বিদ্যুৎ ও নতুন এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানী মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী আর কে সিং-এর নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়। আইআরইডিএ, এনএইচপিসি, বিদ্যুৎ মন্ত্রক, নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানী মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, পিএফসি, আরইসি, ভেল, বিবিএমবি, এমএমটিসি, ইফকো, পিটিসি, এনএসপিসিএল এবং সিইএ-র মোট ৩১৭ জন কর্মী টিকা পেয়েছেন। টিকাকরণ শিবিরে সমস্ত কোভিড বিধি মেনে চলা হয়েছে। কোভিড-১৯এর প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করতে আইআরইডিএ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সংস্থার যেসমস্ত কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য কোভিড সংক্রমিত হয়েছেন তাদের জন্য বিশেষ সহযোগিতা করা হয়েছে। এর জন্য একটি কোভিড কেয়ার রেসপন্স টিম গড়ে তোলা হয়েছে। এই দলের সদস্যরা কোভিড সংক্রমিত অবস্থায় ৭৭ জন কর্মী, ২৭জন  কর্মীর পরিবার এবং অন্যান্য ১৭ জনকে নিয়মিত পরামর্শ দিয়ে এসেছে ও খাদ্য, ওষুধ, অক্সিজেন কনসেনট্রেটর, হাসপাতাল- যার যা প্রয়োজন সেই অনুযায়ী সাহায্য করেছে। দেশে ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই টিকাকরণ অত্যন্ত জরুরি।

  

SC/CB /NS



(Release ID: 1717274) Visitor Counter : 183