প্রতিরক্ষামন্ত্রক

ই-সঞ্জীবনী ওপিডিতে প্রাক্তন সেনা চিকিৎসকদের পরিষেবা শুরু

Posted On: 07 MAY 2021 5:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ মে, ২০২১

 

প্রতিরক্ষা সচিব ডঃ অজয় ​​কুমার, আইএএস এবং সশস্ত্র বাহিনী মেডিকেল সার্ভিসেসের (ডিজি এএফএমএস) মহা নির্দেশক ভাইস অ্যাডমিরাল রজত দত্ত, এভিএসএম, এসএম, ভিএসএম, পিএইচএস, দেশের ডাকে এগিয়ে আসা প্রাক্তন সেনা চিকিৎসকদের উদ্দেশ্যে আজ তাদের বক্তব্য রেখেছেন। প্রাক্তন সেনা চিকিৎসকেরা এখন "ই-সঞ্জীবনী ওপিডিতে প্রাক্তন সেনা চিকিৎসকদের দ্বারা অনলাইন কাউন্সেলিং সার্ভিসের" সাহায্যে ভারতের সকল নাগরিকের জন্য পরিষেবা দেবেন।

ই-সঞ্জীবনী ওপিডি হল ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ টেলিমেডিসিন প্ল্যাটফর্ম যেটি মোহালির সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ড্যাক) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তত্ত্বাবধানে খুব ভালভাবে কাজ করছে। এই প্ল্যাটফর্মটি যে কোনও ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করে। তবে কোভিডের সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে চিকিৎসকের চাহিদা বাড়ছে এবং  কোভিডের ওয়ার্ডের চিকিৎসার  কারণে চিকিৎসকদের ঘাটতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রাক্তন সেনা চিকিৎসকরা সাহায্যের জন্য এগিয়ে আসছেন।

সদর দফতরের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের মেডিকেল শাখা, কর্মরত এবং অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের জন্য একটি টেলিমেডিসিন পরিষেবা প্রদান করে। তারাই করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং এন আই সি’র সহযোগিতায় দেশের অসামরিক রোগীদের জন্য এই ওপিডি চালু করেছে। আইডিএস মেডিকেলের ডেপুটি চিফ অবসরপ্রাপ্ত সব এএফএমএস চিকিৎসক কে এই প্ল্যাটফর্মে যোগদানের জন্য এবং এই সঙ্কটের সময়ে ভারতের নাগরিকদের মূল্যবান পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

অবসরপ্রাপ্ত সেনা চিকিৎসকদের কাছ থেকে ভাল সাড়া পাওয়া গেছে এবং শিগগিরই অনেক অবসরপ্রাপ্ত সেনা চিকিৎসকরা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

 


SDG/



(Release ID: 1716923) Visitor Counter : 172