অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
অসামরিক বিমান চলাচলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত এবং কার্যকরী টিকা দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে
Posted On:
06 MAY 2021 3:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ মে, ২০২১
অসামরিক বিমান চলাচল মন্ত্রক, বিমান চলাচল ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের সময়মতো টিকা দেওয়ার লক্ষ্যে দ্রুত এবং কার্যকরী পদ্ধতিতে টিকাদান কর্মসূচিকে সহজ করে তোলার জন্য একটি নির্দেশিকা জারি করেছে। কোভিড-১৯ –এর উদ্ভূত পরিস্থিতিতে টিকা, ওষুধ, অক্সিজেন কনসেনট্রেটর ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম সহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিমান চলাচল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এর আগে, অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব সমস্ত রাজ্যের সরকারগুলিকে চিঠি দিয়ে বিমান চলাচল ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের টিকাকরণ কর্মসূচির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে টিকা দানের বিষয় বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
এই নির্দেশিকা অনুসারে অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের চলতি টিকাদান কর্মসূচির আওতায় যুক্ত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে বিমান চলাচল সংস্থাগুলি তাদের কর্মীদের টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই সরকারী/বেসরকারী পরিষেবা সরবরাহকারীদের সঙ্গে যুক্ত হয়ে টিকাদানের ব্যবস্থা করেছে তা চালিয়ে যেতে পারে।
এছাড়াও বিমান চলাচল পরিষেবার সঙ্গে যুক্ত চুক্তি ভিত্তিক, অস্থায়ী কর্মী সহ অন্যান্য কর্মীদের টিকা দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে যে, বিমানবন্দর কর্তৃপক্ষ যেসব বিমানবন্দরে কোভিড টিকাদান কেন্দ্র স্থাপন করতে ইচ্ছুক তারা যেন অবিলম্বে রাজ্য সরকার/বেসরকারী পরিষেবা সরবরাহকারী (হাসপাতাল)-এর সঙ্গে যোগাযোগ করতে পারে।
এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, বিমানবন্দর কর্তৃপক্ষের টিকাদান কাউন্টার স্থাপন, পৃথক ওয়েটিং এরিয়া (টিকা দানের আগে ও পরে অপেক্ষা করার জন্য স্থান)-এর মতো সুবিধাগুলির ব্যবস্থা করা উচিত। কোভিড সুরক্ষা বিধি অনুসরণ করে সহায়তা ডেস্ক, পানীয় জলের ব্যবস্থা, ভেন্টিলেশন ফ্যান ইত্যাদির মতো প্রাথমিক সুবিধা রাখতে হবে। পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে পর্যালোচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ টিকার প্রতিটি ডোজের দাম নির্ধারণ করতে পারে। তবে, সর্বত্র দাম যেন একই থাকে। এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে ছোট বিমানবন্দরগুলির জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এই টিকাদান প্রক্রিয়া বাড়াতে প্রয়োজনে জেলা/স্থানীয় প্রশাসনের কাছে সরাসরি সাহায্য চাইতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষের তৈরি এই সুবিধা কেন্দ্রগুলিতে প্রথমে বিমান চলাচল ক্ষেত্রের যুক্ত কর্মীদের এবং পরে তাদের পরিবারের সদস্যদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এই নির্দেশিকায় আরও প্রস্তাব দেওয়া হয়েছে যে এটিসি, বিমান সংস্থাগুলির কর্মী (ককপিট এবং কেবিন উভয়ের) যাত্রীদের সাহায্যার্থে যুক্ত কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া যেতে পারে। তবে এই টিকা দানের জন্য একজন নোডাল আধিকারিক নিয়োগ করা যেতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়মিত ভিত্তিতে এই টিকাদান কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন এবং অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন। যদি টিকার উপস্থিতি নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে অবশ্যই মন্ত্রক এই বিষয়টি গুরুত্ব সহকারে বিচার করে দেখবে এবং টিকা সরবরাহ সুনিশ্চিত করবে। এই নির্দেশিকা বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে নিম্নলিখিত লিঙ্কে –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/may/doc20215601.pdf
SC/SS/SKD/
(Release ID: 1716629)