আয়ুষ
মহামারীর সময় সংকট কমাতে যোগ
Posted On:
04 MAY 2021 11:14AM by PIB Kolkata
নয়াদিল্লী, ৪ মে, ২০২১
আয়ুষ মন্ত্রক এবং যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক সুস্বাস্থ্যের জন্য যোগকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে বিশেষ উৎসাহ দিচ্ছে। বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে এই দুই মন্ত্রক ভার্চুয়ালি দোসরা মে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করে। দোসরা মে-এর ৫০ দিন পরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে।
এই অনুষ্ঠানটিতে ক্রীড়া মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, ক্রীড়া ব্যক্তিত্ব শ্রী পুল্লেলা গোপিচাঁদের সঙ্গে ক্রীড়া ব্যক্তিত্বদের জীবনে যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব শ্রীমতি অঞ্জু ববি জর্জের বক্তব্য প্রচার করা হয়েছে।
আয়ুষ মন্ত্রক ও যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুরো অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে। ৫ হাজার দর্শক এই অনুষ্ঠানে যোগ দেন। কোভিড-১৯এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার অভিযানে বেশি লোক যাতে জড়ো না হন তার জন্য অনুষ্ঠানটি ভার্চুয়াল পদ্ধতিতে বৈদ্যুতিন প্ল্যাটফর্মে করা হয়েছে। আয়ুষ মন্ত্রক এই উপলক্ষ্যে বার্তা দিয়েছে ‘যোগের সঙ্গে থাকুন, বাড়িতে থাকুন’।
যোগ বর্তমান করোনা মহামারীর প্রেক্ষিতে শারীরিক ও মানসিকভাবে ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। যোগের বিভিন্ন উপকারিতা রয়েছে। এর ফলে শুধুমাত্র শারীরিক কর্মতৎপরতাই নয় যোগাভ্যাসের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি হয়, মনের ওপর চাপ কমে। দৈনন্দিন জীবনযাত্রায় মহামারীর ফলে যে পরিবর্তন এসেছে যোগ তাকে যথাযথভাবে পরিচালনা করতে পারে। যোগাভ্যাসের মাধ্যমে শরীরে মেটাবলিজম বাড়ে, রক্তের সঞ্চালন সঠিক হয় এবং শ্বাসকষ্ট, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদির মতো বিভিন্ন সমস্যাও দূর হয়। যোগ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, আবেগপূর্ণ মননে ভয়, আশঙ্কা, চাপ, একঘেয়েমি, হতাশার ভাব থেকে মুক্ত করে। আর তাই বর্তমান এই সংকটের সময় আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে যোগ কিভাবে প্রভাব বিস্তার করতে পারে, সেটি নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয়। দোসরা মে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার এবং প্রসারের জন্য উদ্যোগ নেওয়া । অভিন্ন যোগ নীতিমালা অনুসারে যোগ শিক্ষা শুরু করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের মূল বক্তব্য হল দিনের যেকোন সময় ৪৫ মিনিট যোগাভ্যাস করা উচিত। এই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এসভিওয়াইএএসএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ এইচ আর নগেন্দ্র, লোনাভেলার কৈবল্যধামের মহানির্দেশক শ্রী ও পি তিওয়ারি, চেন্নাইয়ের যোগমন্দিরমের শ্রী এস শ্রীধরণ সহ যোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
SC/CB /NS
(Release ID: 1715942)
Visitor Counter : 274