স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ – ১০৫তম দিন

আজ সন্ধে ৮টা পর্যন্ত ২৬ লক্ষের বেশি টিকাকরণ, দেশে মোট টিকাকরণ ১৫.৪৮ কোটির বেশি

Posted On: 30 APR 2021 8:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ এপ্রিল, ২০২১

 

দেশে কোভিড টিকাকরণের সংখ্যা ১৫ কোটি ৪৮ লক্ষ ছাড়িয়েছে। আজ সন্ধে ৮টা পর্যন্ত ২৬ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে আজ ১০৫ তম দিনে সন্ধে ৮টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী ১৫ কোটি ৪৮ লক্ষ ৫৪ হাজার ৯৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে, ৯৪ লক্ষ ১০ হাজার ৮৯২ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬২ লক্ষ ৪০ হাজার ৭৭ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ২৫ লক্ষ ৪৮ হাজার ৯২৫ জন কর্মী প্রথম ডোজ এবং ৬৮ লক্ষ ১১ হাজার ৮২৪ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও ৪৫-৬০ বছর বয়সী ৫ কোটি ২৬ লক্ষ ৫৩ হাজার ৭৭ জন ব্যক্তি প্রথম ডোজ এবং ৩৭ লক্ষ ৫৯ হাজার ৯৪৮ জন ব্যক্তি দ্বিতীয় ডোজ পেয়েছেন। একই ভাবে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ২৩ লক্ষ ৫১ হাজার ৩১৩ জন প্রথম ডোজ এবং ১ কোটি ১০ লক্ষ ৭৮ হাজার ৪০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

দেশে আজ সন্ধে ৮টা পর্যন্ত ২৬ লক্ষ ৮ হাজার ৯৪৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। কোভিড টিকাকরণ অভিযানের ১০৫তম দিনে ১৪ লক্ষ ৭৭ হাজার ৩০৯জন প্রথম ডোজ এবং ১১ লক্ষ ৩১ হাজার ৬৩৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। মোট টিকাকরণের চূড়ান্ত প্রতিবেদন আজ মধ্যরাত্রীর পর সম্পূর্ণ হবে।

 

 

SC/BD/AS/

 



(Release ID: 1715346) Visitor Counter : 124