শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

শিল্পোদ্যোগের শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচক (২০১৬=১০০)- মার্চ ২০২১

Posted On: 30 APR 2021 3:46PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০  এপ্রিল, ২০২১

 

মার্চ মাসে শিল্পোদ্যোগের শ্রমিকদের জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক হয়েছে ১১৯.৬ পয়েন্ট। ফেব্রুয়ারিতে যা ছিল ১১৯ পয়েন্ট।   

মূলত রান্নার গ্যাস, পেট্রল, পোলট্রি মুরগি, ভোজ্য তেল, আপেল, চা পাতা, প্যাকেটজাত প্রক্রিয়াকরণ খাদ্য ইত্যাদির মূল্য বৃদ্ধির কারণে সূচকের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

২০২১এর মার্চে মূদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৫.৬৪ শতাংশ। গতমাসে এর পরিমাণ ছিল ৪.৪৮ শতাংশ। খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধি আগের মাসের তুলনায় ৪.৬৪ থেকে বেড়ে হয়েছে ৫.৩৬ শতাংশ।

২০২১এর মার্চ মাসে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক- শিল্পোদ্যোগের শ্রমিকদের জন্য ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৯.৬-এ দাঁড়িয়েছে। একমাসের শতকরার হিসেবের পরিবর্তন অনুযায়ী যা বৃদ্ধি পেয়েছে ০.৫ শতাংশ। গত বছর এইসময়  সংশ্লিষ্ট দুই মাসের মধ্যে এই পরিমাণ হ্রাস পেয়েছিল ০.৬১ শতাংশ।

জামশেদপুর এবং সাংগ্রুরে সূচক সবথেকে বৃদ্ধি পেয়েছে-৩ পয়েন্ট। অন্যদিকে তিনশুকিয়ার ডুমডুমায় সূচকের হার সবথেকে কমে হয়েছে- ৩.২ পয়েন্ট। প্রতি বছরের হিসেবে মূদ্রাস্ফীতির হার অনুযায়ী ফেব্রুয়ারি মাসে যেখানে মুদ্রাস্ফীতি ছিল ৪.৪৮ শতাংশ সেখানে মার্চ মাসে তা বেড়ে হয়েছে ৫.৬৪ শতাংশ। খাদ্যদ্রব্যের মূদ্রাস্ফীতি ফেব্রুয়ারিতে ছিল ৪.৬৪ শতাংশ সেখানে মার্চ মাসে তা বেড়ে হয়েছে ৫.৩৬ শতাংশ।

এই সূচক বৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেছেন, সূচক বৃদ্ধির ফলে শ্রমজীবি মানুষের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির মাধ্যমে তার বেতন বাড়ে। লেবার ব্যুরোর মহানির্দেশক শ্রী ডি পি এস নেগী বলেছেন, বিভিন্ন মূল্য সূচকের থেকে প্রাপ্ত তথ্যের উপর  ভিত্তি করে মার্চ মাসে মূদ্রাস্ফীতি হয়েছে। এপ্রিল মাসের সূচক ৩১ মে প্রকাশ করা হবে। এই সূচক দপ্তরের ওয়েবসাইটে www.labourbureaunew.gov.in. পাওয়া যাবে।

শ্রম ও কর্মসংস্থান দপ্তরের অধীনস্থ লেবার ব্যুরো ২০১৬ সালকে ভিত্তিবর্ষ হিসেবে বিবেচনা করে এই সূচক তৈরি করে। লেবার ব্যুরোর এই সূচক মূলত সরকারি কর্মচারীদের ও পেনশন ভোগীদের এবং সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের মহার্ঘ্য ভাতা নির্ধারণের কাজে ব্যবহৃত হয়।

 

 

SDG/CB /NS



(Release ID: 1715227) Visitor Counter : 141


Read this release in: English , Hindi , Punjabi , Tamil