স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড ১৯ টিকাকরণের ১০৩ তম দিন

রাত ৮টা পর্যন্ত ২০ লক্ষর বেশী টিকা দেওয়া হয়েছে, দেশে প্রায় ১৫ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে

Posted On: 28 APR 2021 8:45PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৮শে এপ্রিল, ২০২১

 

দেশে কোভিড-১৯ এর  টিকার মোট  ১৪,৯৮,৭৭, ১২১টি ডোজ   পর্যন্ত দেওয়া হয়েছে, এর মধ্যে বুধবার রাত ৮টা পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ২০ লক্ষের বেশী ডোজ ।

এর ফলে স্বাস্থ্যকর্মীদের মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৯৩,৬৬,২৩৯ জন ,  আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬১,৪৫,৮৫৪ জন । প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে  ১,২৩, ০৯,৫০৭জন প্রথম ডোজ আর ৬৫,৯৯,৪৯২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।  যাদের বয়স ৪৫ থেকে ৬০ এর মধ্যে , এরকম নাগরিকদের মধ্যে ৫,০৯,৭৫,৭৫৩ জন টিকার প্রথম ডোজ আর ৩১,৪২,২৩৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ষাটোর্ধ নগরিকদের মধ্যে প্রথম ডোজ ৫,১৪,৭০,৯০৩ জন আর ৯৮,৬৭,১৩৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

টিকাকরণের ১০৩ তম দিনে  রাত ৮টা পর্যন্ত পাওয়া হিসেবে  ২০, ৪৯, ৭৫৪ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১,৯২,৩৯৪ জন প্রথম ডোজ আর ৮,৫৭,৩৬৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

 

SC/CB/


(Release ID: 1714825) Visitor Counter : 173