স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ টিকাকরণ – ১০১তম দিন
সন্ধ্যা ৮টা পর্যন্ত ৩১ লক্ষের বেশি টিকাকরণ, সারা দেশে ১৪.৫০ কোটির বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
Posted On:
26 APR 2021 9:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২১
সারা দেশে ১৪ কোটি ৫০ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত ৩১ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত ১৪ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৯১১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৩ লক্ষ ২৩ হাজার ৪৩৯ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬০ লক্ষ ৫৯ হাজার ৬৫ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ২১ লক্ষ ২৫৪ জন কর্মী প্রথম ডোজ এবং ৬৪ লক্ষ ১১ হাজার ২৪ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৪৫-৬০ বছর বয়সী ৪ কোটি ৯২ লক্ষ ৭৭ হাজার ৯৪৯ জন প্রথম ডোজ এবং ২৬ লক্ষ ৭৮ হাজার ১৫১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ৫ লক্ষ ৩৭ হাজার ৯২২ জন প্রথম ডোজ এবং ৮৬ লক্ষ ৯৮ হাজার ১০৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণের ১০১তম দিনে আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত ৩১ লক্ষ ৭৪ হাজার ৬৮৮টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ লক্ষ ৭৩ হাজার ৭৭৮ জন প্রথম ডোজ এবং ১২ লক্ষ ৯১০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। টিকাকরণের চূড়ান্ত রিপোর্ট আজ মধ্যরাতের পর চূড়ান্ত হবে।
SC/BD/DM/
(Release ID: 1714351)
Visitor Counter : 180