ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

৮ হাজার কোটি টাকারও বেশি সরাসরি পাঠানো হল পাঞ্জাবের কৃষকদের অ্যাকাউন্টে

Posted On: 26 APR 2021 1:33PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৬ এপ্রিল, ২০২১

 

এই প্রথমবার পাঞ্জাবের কৃষকরা গম বিক্রি করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন। ইতিমধ্যে প্রায় ৮ হাজার ১৮০ কোটি টাকা পাঞ্জাবের কৃষক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে।

চলতি রবি বিপণন মরশুম ২০২১-২২এ ভারত সরকার বর্তমান মূল্য সহায়তা প্রকল্প অনুসারে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে রবি ফসল সংগ্রহ অব্যাহত রেখেছে।

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, চন্ডীগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গম কেনার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। গত বছর সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে ৭৭.৫৭ লক্ষ মেট্রিক টন গম কেনা হয়েছিল। এ বছর ২৫ এপ্রিল পর্যন্ত এই রাজ্যগুলি থেকে ২২২.৩৩ লক্ষ মেট্রিক টন গম কেনা হয়েছে। 

এরমধ্যে পাঞ্জাব থেকে ৮৪.১৫ লক্ষ মেট্রিক টন, হরিয়ানা থেকে ৭১.৭৬ লক্ষ মেট্রিক টন এবং মধ্যপ্রদেশ থেকে ৫১.৫৭ লক্ষ মেট্রিক টন গম কেনা হয়েছে। 

চলতি রবি বিপণন মরশুমে এই ক্রয় প্রক্রিয়া থেকে ইতিমধ্যে ২১.১৭ লক্ষ গম চাষি উপকৃত হয়েছেন। তাঁদেরকে ৪৩ হাজার ৯১২ কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হয়েছে। 

চলতি বছরের ২৫ এপ্রিল পর্যন্ত পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৮ হাজার ১৮০ কোটি এবং ৪ হাজার ১৬৮ কোটি টাকা পাঠানো হয়েছে। এই বছর সরকারি ক্রয় প্রক্রিয়ার ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। কারণ ভারত সরকারের নির্দেশ অনুসারে সমস্ত ফসল ক্রয়কারী সংস্থা অপ্রত্যক্ষভাবে ন্যূনতম সহায়ক মূল্য প্রদান না করে হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অনলাইনের মাধ্যমে টাকা পাঠিয়েছে। এই প্রথম পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা ফসল ও কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্য পেয়েছেন। ‘এক দেশ, এক ন্যূনতম সহায়ক মূল্য, এক সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে নগদ হস্তান্তর’-এর সুবিধাও পেয়েছেন তাঁরা। 

 

SDG/SS/NS



(Release ID: 1714223) Visitor Counter : 139