স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সার্বিক টিকাকরণে আরও একটি সাফল্য; ১৪ কোটির বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে

৯৯ দিনে ১৪ কোটির বেশি টিকার ডোজ দিয়ে ভারত দ্রুততম দেশ হয়ে উঠেছেে
দেশে গত ২৪ ঘন্টায় ২.১৭ লক্ষের বেশি রোগী করোনা মুক্ত
৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর খবর নেই

Posted On: 25 APR 2021 11:33AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ এপ্রিল, ২০২১

 

বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে দেশে আজ পর্যন্ত ১৪ কোটির বেশি টিকাকরণ হওয়ায় আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। 
প্রাথমিক তথ্য অনুযায়ী আজ সকাল ৭টা পর্যন্ত ১৪ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৪১৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ৯২ লক্ষ ৯০ হাজার ৫২৮ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৫৯ লক্ষ ৯৫ হাজার ৬৩৪ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার ২৫১ জন কর্মী প্রথম ডোজ এবং ৬২ লক্ষ ৯০ হাজার ৪৯১ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সী ৪ কোটি ৯৬ লক্ষ ৫৫ হাজার ৭৫৩জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৭৭ লক্ষ ১৯ হাজার ৭৩০ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একই ভাবে ৪৫-৬০ বছর বয়সী ৪ কোটি ৭৬ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ২৩ লক্ষ ৩০ হাজার ২৩৮ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 
আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ভারতে ৯৯ দিনে ১৪ কোটির বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে, যা টিকাকরণের দিক থেকে বিশ্বের দ্রুততম। 
দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণের ৫৮.৮৩ শতাংশই ৮টি রাজ্যে হয়েছে। টিকাকরণ অভিযানের ৯৯তম দিনে (২৪ এপ্রিল) ২৫ লক্ষ ৩৬ হাজার ৬১২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ১৬ লক্ষ ৪৩ হাজার ৮৬৪ জন সুফলভোগী প্রথম ডোজ এবং ৮ লক্ষ ৯২ হাজার ৭৪৮ জন সুফলভোগী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 
ভারতে আজ পর্যন্ত করোনায় সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৮৫ হাজার ১১০। জাতীয় স্তরে সুস্থতার হার ৮৩.০৫ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ১১৩ জন। ১০টি রাজ্যে আক্রান্তের হার ৮১.৭৩ শতাংশ। 
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরালা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট ও রাজস্থান সহ ১০টি রাজ্যে আক্রান্তের হার ৭৪.৫৩ শতাংশ। মহারাষ্ট্রে একদিনেই আক্রান্ত হয়েছেন সর্বাধিক ৬৭,১৬০ জন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩৭,৯৪৪। অন্যদিকে, কর্ণাটকে একদিনেই আক্রান্ত হয়েছেন ২৯,৪৩৮ জন। ১২টি রাজ্যে কোভিডে আক্রান্তের দৈনিক রেখাচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী। 
দেশে সুস্পষ্টভাবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১ জন, যা মোট আক্রান্তের ১৫.৮২ শতাংশ। অবশ্য গত ২৪ ঘন্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৮১১টি কমেছে। ৮টি রাজ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার দেশে মোট আক্রান্তের ৬৯.৯৪ শতাংশ। 
জাতীয় স্তরে কোভিডে মৃত্যু হার কমে বর্তমানে দাঁড়িয়েছে ১.১৩ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় কোভিডে ২,৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০টি রাজ্যে মৃত্যু হার ৮০.২৩ শতাংশ। মহারাষ্ট্রে একদিনে সর্বাধিক ৬৭৬ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গেছেন ৩৫৭ জন। 
দেশে ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যুর খবর নেই। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে – ত্রিপুরা, লাক্ষ্মাদ্বীপ, সিকিম, অরুণাচল প্রদেশ প্রভৃতি। 

 

SDG/BD/AS/



(Release ID: 1713987) Visitor Counter : 169