স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকার ১৯টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে রেমডেসিভির সরবরাহ বরাদ্দ করেছে

Posted On: 21 APR 2021 9:40PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২১ এপ্রিল, ২০২১

 

বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড-১৯ এর সংখ্যা নজিরবিহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে এই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদীয়মান সমস্যা সমাধানের জন্য ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় সরকারের গৃহীত এই সদর্থক পদক্ষেপগুলির বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এবং সর্বোচ্চ স্তরে পর্যবেক্ষণও চালানো হচ্ছে। 

কার্যকর চিকিৎসা ব্যবস্থাপনার জন্য হাসপাতালে গুরুতর কোভিড-১৯ রোগীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে রেমডেসিভির চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। রাজ্যগুলিকে স্বাস্থ্য মন্ত্রক তালিকাভুক্ত ওষুধের ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি ওষুধের সম্ভাব্য মজুতদারি রুখতে এবং কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

কোভিড-১৯ চিকিৎসার জন্য জন্য প্রয়োজনীয় রেমডেসিভির ইনজেকশনের চাহিদা দেশে আকষ্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। একথা মাথায় রেখে অভ্যন্তরীণ রেমডেসিভির নির্মাতাদের উৎপাদন ক্ষমতা বৃ্দ্ধি করা হয়েছে। এই প্রয়াসে সরকার নির্মাতাদের সমস্তরকমের সহায়তা প্রদান করছে। প্রতি মাসে রেমডেসিভির উৎপাদন ক্ষমতা ৩৮ লক্ষ শিশি থেকে বৃদ্ধি করে ৭৪ লক্ষ শিশি করা হয়েছে। এমনকি ২০টি অতিরিক্ত উৎপাদন কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরে সরবরাহ অব্যাহত রাখার জন্য চলতি বছরের ১১ই এপ্রিল রেমডেসিভির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তা সত্ত্বেও দেশের কয়েকটি অঞ্চলে রেমডেসিভির অপ্রতুলতার খবর পাওয়া গেছে। এই সমস্যা সমাধানের জন্য এবং রেমডেসিভির স্বচ্ছ আন্তঃরাজ্য সরবরাহের সুবিধার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ফার্মাসিটিউক্যালস বিভাগের সঙ্গে সমন্বয় বজায় রেখে ১৯টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩০ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন রেমডেসিভির সরবরাহ মঞ্জুর করেছে। 

কোভিড-১৯ আক্রান্ত তীব্র ও গুরুতর রোগীদের নজরদারি ভিত্তিক চিকিৎসায় ওষুধ হিসেবে রেমডেসিভির দেওয়া হয়। সেখানে অক্সিজেনের সাহায্যও জরুরি। ১৪টি রাজ্যে যেখানে চিকিৎসা অক্সিজেন বরাদ্দ করা হয়েছে এবং ৫টি অন্যান্য রাজ্যে যেখানে অক্সিজেন সরবরাহের চাহিদা রয়েছে সেই মোট ১৯টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে রেমডেসিভির বরাদ্দ করা হয়েছে।

নীচে রাজ্য ভিত্তিক রেমডেসিভির বরাদ্দের পরিমাণ দেওয়া হয়েছে -

State-wise Allocation of Remdesivir for 21st to 30th April

S No.

States under O2 Allocation

Guidance on Allocation

Zydus Cadila

Hetero

Mylan

Cipla

Syngene / Sun

Jubilant

Dr. Reddys

Total Allocation

1

Chhattisgarh

48,250

 

16,000

20,000

9,000

 

2,000

1,250

48,250

2

Delhi

61,825

20,400

22,000

4,000

5,000

7,500

3,000

 

61,900

3

Gujarat

163,559

120,000

14,500

15,000

8,000

5,000

1,000

 

163,500

4

Haryana

29,441

 

20,000

4,000

3,000

 

2,500

 

29,500

5

Andhra Pradesh

58,881

 

18,000

30,000

5,000

   

6,000

59,000

6

Karnataka

25,352

   

17,400

1,000

6,000

1,000

 

25,400

7

Kerala

16,192

 

1,000

-

11,100

1,000

 

3,000

16,100

8

Madhya Pradesh

92,411

15,000

30,000

20,000

10,000

6,000

10,000

1,400

92,400

9

Maharashtra

269,218

50,000

50,000

32,000

92,400

23,000

16,000

5,800

269,200

10

Punjab

13,412

 

4,000

2,000

 

2,400

3,000

2,000

13,400

11

Rajasthan

26,169

10,000

1,000

10,000

3,000

 

2,500

 

26,500

12

Tamil Nadu

58,881

20,000

14,400

19,000

5,000

 

500

 

58,900

13

Uttar Pradesh

122,833

50,000

22,000

11,000

11,000

4,800

24,000

 

122,800

14

Uttarakhand

13,575

7,000

 

-

   

1,500

5,000

13,500

 

Total

1,000,000

292,400

212,900

184,400

163,500

55,700

67,000

24,450

1,000,350

 

States not under O2 allocation

     

-

       

-

15

Telangana

21,551

 

9,000

9,000

   

500

3,000

21,500

16

West Bengal

27,321

10,000

7,500

1,000

3,500

2,400

1,000

2,000

27,400

17

Odisha

11,107

1,000

4,500

1,600

1,500

 

2,500

 

11,100

18

Bihar

24,604

14,000

6,500

1,000

2,000

 

1,000

 

24,500

19

Jharkhand

15,417

10,000

1,650

500

2,000

 

1,000

 

15,150

 

Total

100,000

35,000

29,150

13,100

9,000

2,400

6,000

5,000

99,650

 

Grand Total

1,100,000

327,400

242,050

197,500

172,500

58,100

73,000

29,450

1,100,000

 

এই বরাদ্দের মধ্যে রাজ্যগুলি একসঙ্গে ওষুধ কিনতে পারবে এমনকি বেসরকারি বিতরণকারী চ্যানেলের মাধ্যমেও সরবরাহ করতে পারবে। প্রাথমিকভাবে এই বরাদ্দের ওপর জোর দেওয়া হয়েছে। রাজ্যগুলির সঙ্গে নিয়মিত পর্যালোচনা করে সমস্ত চাহিদা পূরণ সুনিশ্চিত করা হবে। 

 

CG/SS/SKD/



(Release ID: 1713388) Visitor Counter : 193


Read this release in: English , Urdu , Hindi , Odia , Telugu