বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

উপগ্রহের মাধ্যমে প্রকৃত সময় নির্ধারণ করে হিমালয় অঞ্চলে হিমবাহ গুলি থেকে বন্যার সর্তকতা এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নির্ধারণ করা যাবে

Posted On: 20 APR 2021 12:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ এপ্রিল, ২০২১

 

এক সমীক্ষায় জানা গেছে যে, উপগ্রহের মাধ্যমে প্রকৃত সময় নির্ধারণ করে হিমালয় অঞ্চলে হিমবাহ গুলি থেকে বন্যার সর্তকতা এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নির্ধারণ করা সম্ভব হবে। এতে ক্ষয় ক্ষতি যেমন এড়ানো যাবে তেমনি প্রাণ বাঁচানো সম্ভব হবে। কানপুর আইআইটি-র বিজ্ঞানীরা সম্প্রতি এক সমীক্ষা চালিয়ে দেখেছেন, এই ব্যবস্থা চালু করা গেলে হিমবাহ গলে হঠাৎ বন্যার ফলে প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমবে। আইআইটি কানপুরের বিজ্ঞানী ডক্টর তনুজ শুক্লা এবং অধ্যাপক ইন্দ্রশেখর সেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় যে সমীক্ষা চালানো হয়েছিল তা আন্তর্জাতিক জার্নাল 'সায়েন্স'-এ প্রকাশিত হয়েছে।

হিমালয় সন্নিহিত অঞ্চলে তাপমাত্রার ওঠানামা করার কারনে এবং আবহাওয়া পরিবর্তনের ফলে ব্যাপকহারে বৃষ্টিপাতের ঘটনা ঘটে। তাপমাত্রা বাড়ার ফলে হিমবাহ গলতে শুরু করে এবং তা দ্রুত গতিতে নিচে নামতে থাকে। ফলে প্রচুর প্রাণহানির আশঙ্কা থেকে যায়। ২০১৩ সালে হিমালয়ের উত্তরাখণ্ডে এরকম একটি ঘটনায় প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞানীরা সমীক্ষা চালিয়ে দেখেছেন যে উপগ্রহ মারফত প্রকৃত সময় নিরূপণ করে পাহাড়ের আবহাওয়া এবং জলবায়ুর পূর্বাভাস দেওয়া সম্ভব।

 

CG/ SB


(Release ID: 1713015) Visitor Counter : 228