কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগ গুলিতে বিধিনিষেধ মেনে চলার জন্য ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং নির্দেশিকা জারি করেছে

Posted On: 19 APR 2021 9:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ এপ্রিল, ২০২১

 

করোনা জনিত পরিস্থিতি উদ্বেগজনক ভাবে বৃদ্ধির কারণে কর্মী, জন-অভিযোগ এবং পেনশন মন্ত্রক আজ এক নির্দেশিকা জারি করেছে যেখানে করোনা সংক্রান্ত বিধি নিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশগুলি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই নির্দেশিকার কথা উল্লেখ করে আজ জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের সমস্ত দপ্তরে এই নির্দেশ অনুসরণ করে চলতে হবে। নতুন নির্দেশিকা অনুসারে, আন্ডার সেক্রেটারি বা সমমানের  আধিকারিকদের উপস্থিতি ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি অফিসগুলিতে কর্মচারীরা ভিড় এড়াতে নির্দিষ্ট সময় মেনে অফিস করবেন। কোন কর্মকর্তা অফিসে যেদিন আসবেন না সেদিন তিনি টেলিফোন বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে নিজস্ব বাসভবন থেকে কাজ করবেন। যে সমস্ত আধিকারিক কন্টাইন্মেন্ট জোনে থাকছেন তাদের অফিসে আসার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। দিব্যাঙ্গ জন এবং গর্ভবতী মহিলা কর্মীদের অফিসে আসার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

অফিসের সমস্ত স্তরের কর্মীদের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি তাঁদের শারীরিক দূরত্ব এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মেনে চলতে হবে করোনা বিধি। অফিসের বৈঠক গুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে হবে।

 

CG/ SB



(Release ID: 1712794) Visitor Counter : 130