মানবসম্পদবিকাশমন্ত্রক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রোহটক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বার্ষিক সমাবর্তনে ভাষণ দিয়েছেন

प्रविष्टि तिथि: 19 APR 2021 4:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ ভার্চুয়াল মোডে রোহটক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বার্ষিক সমাবর্তনে ভাষণ দিয়েছেন। এই সমাবর্তন অনুষ্ঠানে ৪৮০ জন শিক্ষার্থীকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ১২ জন শিক্ষার্থীকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী  শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং জাতির প্রতি  কর্তব্যবোধের কথা উল্লেখ করেন। শিক্ষার্থীদের প্রতিভাকে দেশের স্বার্থে কাজে লাগানোর আহ্বান জানান।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য শুভেচ্ছা জানান। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর 'বেটি বাঁচাও বেটি পড়াও' কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, মহিলারাও বিজনেস  অ্যাডমিনিস্ট্রেশন পড়তে এগিয়ে এসেছেন। গুরুগ্রামে রোহটক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটি নতুন ক্যাম্পাস খোলার জন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তাঁর ভাষণে বলেন, গত কয়েক বছরে সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়িয়েছে। যাতে শিক্ষার্থীরা উচ্চ মানের শিক্ষা লাভ করতে পারেন। তিনি বলেন, ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিশ্ব মানের হওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বছর থেকে রোহটক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইনের উপর পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্স চালু করেছে। 

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1712781) आगंतुक पटल : 162
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu