স্বরাষ্ট্র মন্ত্রক
মোদী সরকার ওসিআই কার্ড রি-ইস্যু প্রক্রিয়া সরল করেছে
সরকারের এই সিদ্ধান্তের ফলে ওসিআই কার্ডধারীরা উপকৃত হবেন
Posted On:
15 APR 2021 7:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ এপ্রিল, ২০২১
মোদী সরকার প্রবাসী ভারতীয় নাগরিকদের জন্য, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড রি-ইস্যু প্রক্রিয়া আরও সরল করেছে। এর ফলে, ওসিআই কার্ডধারীরা আরও বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক এবং ওসিআই কার্ডধারী ভারতীয় নাগরিকদের স্বামী বা স্ত্রীর কাছে এই কার্ড অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ওসিআই কার্ডের সাহায্যে প্রবাসী ভারতীয় নাগরিকরা নিজেদের সুবিধা মতো সময়ে ভারতে প্রবেশ ও যতদিন ইচ্ছে ততদিন দেশে থাকতে পারেন। ভারত সরকার এখনও পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ ৭২ হাজার ওসিআই কার্ড জারি করেছে।
বর্তমান আইন অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত একজন বিদেশি নাগরিক বা ওসিআই কার্ডধারী ভারতীয় নাগরিকের স্বামী বা স্ত্রী যে কেউ ওসিআই কার্ড নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারেন। এই কার্ড দেশে প্রবেশ ও থাকার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ভিসার মতো। এছাড়াও, এই কার্ডে এমন কিছু বিশেষ সুযোগ-সুবিধা রয়েছে, যা অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য নেই।
বর্তমানে ২০ বছর বয়স হলেই নতুন পাসপোর্ট জারির সময় ওসিআই কার্ডও রি-ইস্যু করা হয়। ৫০ বছর বয়স পূর্ণ হলে পুনরায় পাসপোর্টের সঙ্গেই ওসিআই কার্ডও রি-ইস্যু করা হয়। কার্ডধারীর মুখাবয়বে পরিবর্তনের কারণেই নতুন কার্ড রি-ইস্যু করা হয়ে থাকে। ওসিআই কার্ডধারীদের সুবিধার্থে সিদ্ধান্ত হয়েছে যে, একজন ব্যক্তি, যিনি ২০ বছর বয়সের আগেই ওসিআই কার্ডের জন্য নাম নথিভুক্ত করেছেন, তিনি এই কার্ড তখনই পাবেন, যখন তাঁর বয়স ২০ বছর পূর্ণ হওয়ার পাশপাশি, তাঁর নামে নতুন পাসপোর্ট জারি করা হবে। প্রাপ্ত বয়স্কের সময় মুখাবয়বের যে পরিবর্তন আসে, তা ছবিতে ধরে রাখতেই এই সিদ্ধান্ত। তবে, যদি কোনও ব্যক্তি ২০ বছর বয়স পূর্ণ করার পর ওসিআই কার্ডের জন্য নাম নথিভুক্ত করে থাকেন, সেক্ষেত্রে নতুন করে ওসিআই কার্ড জারি করার প্রয়োজনীয়তা নেই।
ওসিআই কার্ডধারীরা নতুন পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় তথ্য আপডেট করার জন্য সচিত্র নতুন পাসপোর্টের একটি কপি সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে। এমনকি, ২০ বছর বয়স পূর্ণ হলে এবং ৫০ বছর বয়স পার করলেও ওসিআই পোর্টালে গিয়ে অনলাইনে সর্বশেষ মুখাবয়বের ছবি আপডেট করতে হবে। অবশ্য, নতুন পাসপোর্ট হাতে পাওয়ার তিন মাসের মধ্যে কার্ডধারীদের এই প্রক্রিয়া শেষ করতে হবে। অনলাইনে যাবতীয় তথ্য আপডেট করার পর সংশ্লিষ্ট ওসিআই কার্ডধারীর কাছে প্রাপ্তি-স্বীকারমূলক একটি ই-মেল যাবে, যেখানে তাঁর যাবতীয় তথ্য সংযোজিত হয়েছে বলে উল্লেখ থাকবে। ওসিআই কার্ডধারীদের নতুন পাসপোর্ট হাতে পাওয়ার দিন থেকে ওয়েব-ভিত্তিক ব্যবস্থায় তাঁর নথিপত্রের চূড়ান্ত প্রাপ্তি স্বীকারের দিন পর্যন্ত যে কোনও সময়ে ভারতে আসতে বা ভারত থেকে অন্যত্র যাতায়াত করতে পারবেন।
ওসিআই কার্ডধারীদের উপরোক্ত নথিপত্র আপলোড সংক্রান্ত যাবতীয় পরিষেবা নিখরচায় দেওয়া হবে।
CG/BD/SB
(Release ID: 1712297)
Visitor Counter : 348