গ্রামোন্নয়নমন্ত্রক

স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে দীনদয়াল উপাধ্যায় কৌশল্যা যোজনা (ডিডিইউ – জিকেওয়াই) প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্তরা প্রাক্তনী সমাবেশে যোগ দিয়েছেন

Posted On: 15 APR 2021 4:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ এপ্রিল, ২০২১

 

জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় দক্ষতা বিকাশ কর্মসূচি, গ্রামোন্নয়ন মন্ত্রক সূচনা করেছিল। ২০১৪’র ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা (ডিডিইউ-জিকেওয়াই) প্রকল্পটির সাহায্যে আন্তর্জাতিক মানের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ দেওয়া হয়। দেশ জুড়ে এই কর্মসূচিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক অর্থের যোগান দেয়। 


২৭টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ২ হাজার ১৯৮টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের কাজ চলছে। ৮৩৯টি প্রকল্প বাস্তবায়ন সংস্থার সঙ্গে যৌথ অংশীদারিত্বে ২০২০-২১ অর্থবর্ষে ৫৬টি ক্ষেত্রে ৬০০ ধরনের বিভিন্ন জীবিকার জন্য ২৮ হাজার ৬৮৭ জন প্রশিক্ষণ পেয়েছেন। ৩১ মার্চের হিসাবানুযায়ী এই প্রকল্পে ৪৯ হাজার ৩৯৬ জন কাজ পেয়েছেন। 


প্রাক্তনীদের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষকরা চাকরির সুযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাক্তনীদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসাবে কয়েকজন প্রাক্তনীকে পুরস্কৃত করা হয়েছে। অমৃত মহোৎসবের আওতায় দেশে ৫-১১ এপ্রিল ১১৯টি প্রাক্তনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সংস্থা ডিডিইউ-জিকেওয়াই’কে সফল করে তুলতে একযোগে কাজ করছে। এ ধরনের ৫০টিরও বেশি সংস্থা তাদের কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের পর কাজে লাগিয়েছে। এই সমাবেশগুলি সবধরনের কোভিড আচরণবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। কেরল, ওডিশা, মধ্যপ্রদেশ, বিহার ও আসামের মতো রাজ্যগুলি সবচেয়ে বেশি সংখ্যায় এ ধরনের সমাবেশ করেছে। 

 

CG/CB/SB



(Release ID: 1712107) Visitor Counter : 173