নীতিআয়োগ
অটল ইনোভেশন মিশন জোট গড়ল বেয়ারের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা এবং কৃষি উদ্ভাবনের লক্ষ্যে কাজ করতে
Posted On:
13 APR 2021 4:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ ,এপ্রিল ২০২১
নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন (এআইএম) আজ গাঁটছড়া বাঁধল সুদক্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠান বেয়ারের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা এবং পুষ্টি ক্ষেত্রে । সারা দেশে মিশনের উদ্ভাবন এবং উদ্যোগপতি তৈরির উদ্যোগের লক্ষ্যে কাজ করতে ।
এআইএম এবং বেয়ারের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হল এবং হস্তান্তরিত হল সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিতে । ইচ্ছাপত্রের আওতায় থাকবে বিজ্ঞান শিক্ষার প্রসার, ডিজিটাল সমাধান এবং কৃষি প্রযুক্তির অগ্রগতি, সরবরাহ শৃঙ্খলের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা প্রকল্পকে শক্তিশালী করতে । এছাড়াও বেয়ার, এআইএম-এর সঙ্গে জোট বাঁধবে তাদের চলতি এবং ভবিষ্যৎ কর্মসূচিকে সহায়তা করতে এবং কৃষি ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উদ্ভাবন এবং উদ্যোগপতিদের লালন করতে ।
এআইএম-এর পতাকাবাহী কর্মসূচি ‘অটল টিংকারিং ল্যাব(এটিএল)‘ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীলতা এবং কল্পনা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে । বেয়ার স্কুলের ছাত্র-ছাত্রীদের পথ দেখাতে সুযোগের খোঁজ করবে । নকশা নিয়ে ভাবনার বীজ বপন করবে, সমস্যার সমাধান করতে শেখাবে এবং তাদের মধ্যে কোনকিছু শেখার দক্ষতা বাড়াবে এবং ইচ্ছুক বিদ্যালয়গুলিকে সাহায্য করবে । এছাড়া অটল ইনকিউবেশন সেন্টার(এআইসি)” এবং ‘অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার (এসিআইসি)’ –এর অঙ্গ হিসেবে বেয়ার তরুণ উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে পথ দেখাবে এবং তাদের উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যেতে তাদের সঙ্গে জোট বাঁধবে । এছাড়াও বেয়ার কৃষি এবং স্বাস্থ্য পরিষেবা উভয় ক্ষেত্রেই ডিজিটাল সমাধানের এলাকায় এএনআইসি এবং এআরআইএসই-র কর্মসূচি থেকে প্রযুক্তিগত উদ্যোগপতিদের সঙ্গেও সহযোগিতার পথ খুঁজবে ।
নীতি আয়োগের এআইএম-এর মিশন ডিরেক্টর আর রামানন ইচ্ছাপত্র ভার্চুয়াল হস্তান্তরের সময় বলেন, ‘বেয়ারের সঙ্গে এই গাঁটছড়া দীর্ঘমেয়াদী কৌশল অটল ইনভেশন মিশনের জন্য, কারণ কৃষি এবং স্বাস্থ্য পরিষেবা এবং জীবন বিজ্ঞানের মতো ক্ষেত্রে তাদের বিশেষত্বগুলি জাতীয়স্তরে গুরুত্বপূর্ণ, বিশেষ করে অতিমারির সময় । এই অংশীদারিত্ব হবে বৈশিষ্টে উজ্জ্বল বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং স্টার্টআপ স্তরে জ্ঞান ও উদ্ভাবনের উন্মেষ ও সহায়তায় বেয়ারের দক্ষতা, আন্তর্জাতিকতা এবং সুবিধাগুলির সাহায্যে ।’
বেয়ার ক্রপ সায়েন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ভি নারাইন তার ভাবনা ভাগ করতে গিয়ে বলেন, “নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের অংশীদার হতে পেরে বেয়ার খুশী । এই সহযোগিতার মাধ্যমে আমরা কৃষি এবং স্বাস্থ্য ক্ষেত্রে সারা ভারতে উদ্ভাবন এবং উদ্যোগপতিত্বকে লালন করতে উদ্যোগ নেব । ‘অটল টিংকারিং ল্যাব’ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সুযোগ দিতে এবং বৈজ্ঞানিক জিজ্ঞাসা তৈরি করতে এটি আমাদের সাহায্য করবে । স্টার্ট আপ গুলির সঙ্গে অংশীদারিত্ব এবং মূল্য শৃঙ্খলে ডিজিটাল সমাধানেও সক্ষম করবে । এই জরুরি সময়ে উদ্যোগপতিত্ব এবং বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে । আর আমাদের অগ্রগতিকে জোরদার করতে পারে কৃষকদের আয় দ্বিগুণ করতে, এবং সারা দেশে স্বাস্থ্য পরিষেবা, সুবিধা দিতে ।”
বেয়ার ভারতে আছে ১২০ বছরের বেশি সময় ধরে । এবং কৃষি, স্বাস্থ্য পরিবেষা এবং পুষ্টি ক্ষেত্রের নেতা হিসেবে এবং নিয়মিত কাজ করে চলেছে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করে সমাজের বড় অংশের সুবিধার্থে । কৃষি এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এআইএম এবং বেয়ারের মধ্যে প্রথম এই ধরনের চুক্তি সাহায্য করবে উদ্ভাবন এবং উদ্যোগপতিত্ব লালনে ।
CG/AP/NR
(Release ID: 1711623)
Visitor Counter : 127