নির্বাচনকমিশন
পশ্চিমবঙ্গ বিধানসভার চতুর্থ পর্যায়ের নির্বাচন আজ সম্পন্ন হয়েছে
ভারতের নির্বাচন কমিশন কোচবিহারের শীতলকুচি বিধানসভা আসনের ১২৬ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রেখেছে
Posted On:
10 APR 2021 6:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ এপ্রিল, ২০২১
পশ্চিমবঙ্গ বিধানসভার ৪৪টি আসনের ১৫,৯৪০টি ভোটগ্রহণ কেন্দ্রের মাধ্যমে আজ নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি ছিল পশ্চিমবঙ্গে চতুর্থ পর্যায়ের নির্বাচন। বিশেষ পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, কোচবিহারের ৫ নম্বর শীতলকুচি তপশিলি আসনের ১২৬ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে ব্যাপক গোলমাল হয়। যে জন্য ভোটগ্রহণ স্থগিত করে দিতে হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চতুর্থ পর্যায় পর্যন্ত মোট ১৩৫ টি আসনে ভোটগ্রহণ করা হয়েছে।
ভারতের নির্বাচন আয়োগ বিশেষভাবে সক্ষম এবং ৮০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য ভোট দানের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। চতুর্থ পর্যায় পর্যন্ত মোট ২,০৯,৭৭৯ জন বিশেষভাবে সক্ষম এবং ৮০ ঊর্ধ্ব ৫,৭১,৬১৩ জন নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
চতুর্থ পর্যায় নির্বাচনেও ভোটগ্রহণ শুরুর আগে পোলিং এজেন্ট দের উপস্থিতিতে ইভিএম এবং ভিভিপ্যাড মক পোল করা হয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ সুনিশ্চিত করতে ৫০ শতাংশেরও বেশি ভোটগ্রহণ কেন্দ্রের সরাসরি পর্যবেক্ষণ এবং ওয়েব কাস্টিং এর ব্যবস্থা রাখা হয়েছিল। যাতে কমিশনের তরফ থেকে এই ভোট গ্রহণ কেন্দ্র গুলির উপর কড়া নজর রাখা যায়।
নির্বাচন সংক্রান্ত আপডেট, আলোকচিত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানার জন্য eci.gov.in এই ওয়েবসাইট এবং @SpokespersonECI ও @ECISVEEP টুইটার দেখা যেতে পারে।
CG/SB
(Release ID: 1710985)
Visitor Counter : 172