পর্যটনমন্ত্রক

পর্যটন মন্ত্রক ১১ – ১৩ই এপ্রিল “ট্যাপিং দ্য পোটেনশিয়াল অফ কাশ্মীর : অ্যানাদার ডে ইন প্যারাডাইস” শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে

Posted On: 10 APR 2021 11:53AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ই এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, শ্রীনগরে ১১ – ১৩ই এপ্রিল পর্যটনের প্রসারের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। “ট্যাপিং দ্য পোটেনশিয়াল অফ কাশ্মীর : অ্যানাদার ডে ইন প্যারাডাইস” শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহা এবং কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিক দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, জম্মু – কাশ্মীর পর্যটন দপ্তর, শিল্প ও বাণিজ্য সংস্থা ফিকি এবং ইন্ডিয়ান গল্ফ ট্যুরিজম অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। জম্মু – কাশ্মীরে সব ধরণের পর্যটনকে উৎসাহিত করতেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।    

১১ থেকে ১৩ই এপ্রিল  আলোচনা চক্র, ভার্চুয়াল ভ্রমণ, মতবিনিময় সহ পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। জম্মু – কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটনের সম্ভাবনা নিয়ে বক্তারা বক্তব্য রাখবেন। ১২ই এপ্রিল পূর্ণাঙ্গ অধিবেশনে ‘পর্যটকদের চূড়ান্ত গন্তব্য কাশ্মীর’, ‘কাশ্মীরকে আরো স্মরণীয় করা’, ‘কাশ্মীরের পর্যটনের বৈচিত্র’ এবং ‘জাফরান’, ‘ওয়াজওয়ান’ (কাশ্মীরি রান্নার সমাহার), শিকারা’ - ‘পর্যটনের নানা উপাদন’  এই চারটি বিষয়ের ওপর প্যানেল আলোচনা হবে। এছাড়া কেনিয়া, ভিয়েতনাম, জর্জিয়ার কূটনীতিবিদরা সহ দেশের প্রথম সারির গল্ফ খেলোয়াড়রা একটি গল্ফ প্রতিযোগিতায় অংশ নেবেন।       

 

CG/CB/SFS



(Release ID: 1710897) Visitor Counter : 149