অর্থমন্ত্রক

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন বিশ্ব ব্যাংক- আইএমএফের উন্নয়ন কমিটির ১০৩- তম বৈঠকে যোগ দিয়েছেন

Posted On: 09 APR 2021 7:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বিশ্ব ব্যাংক- আইএমএফের উন্নয়ন কমিটির ১০৩-তম বৈঠকে যোগ দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের বৈঠকে কোভিড জনিত পরিস্থিতিতে ঋণ শোধ করতে আর্থিক সহযোগিতা নিয়ে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার, আইএমএফের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে কোভিড নিয়ন্ত্রণে ন্যায্যমূল্যে টিকাকরণ নিয়ে তাঁদের সহায়তায় কথা উল্লেখ করেন।

ভারতের অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন তাঁর বক্তব্যে কোভিড জনিত পরিস্থিতিতে ভারত কিভাবে তার অর্থনীতি বজায় রেখেছে সে কথা উল্লেখ করেন। এই ধরনের অতিমারি জনিত পরিস্থিতিতে সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো মজবুত রাখতে ভারত গত এক বছর ধরে যে বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করেছে সে কথা তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ভারত সরকার ২৭.১ ট্রিলিয়নের আত্মনির্ভর প্যাকেজ ঘোষণা করেছে। যা জিডিপির ১৩ শতাংশ বেশি। তিনি বলেন, বিশ্ব ব্যাংক গোষ্ঠী কোভিড জনিত পরিস্থিতিতে এই প্রথম ১০০ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী উন্নয়নশীল দেশগুলিতে আর্থিক মন্দা কাটাতে বিশ্বব্যাংকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অর্থমন্ত্রী আর্থিক ক্ষেত্রে দুর্বল দেশগুলিকে ঋণের বিষয় সংকটমোচনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান।

 

CG/ SB


(Release ID: 1710885) Visitor Counter : 205