মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রক এবং আয়ুশ মন্ত্রকের মধ্যে পশু চিকিৎসায় আয়ুর্বেদের পদ্ধতি প্রয়োগের জন্য সমঝোতা স্বাক্ষর
प्रविष्टि तिथि:
08 APR 2021 1:53PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৮ই এপ্রিল, ২০২১
কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রক এবং আয়ুশ মন্ত্রকের মধ্যে ৭ই এপ্রিল পশু চিকিৎসায় আয়ুর্বেদের প্রয়োগের জন্য একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। এর ফলে ঔষধি গাছের মাধ্যমে পশুচিকিৎসার গবেষণা করা যাবে। যার মাধ্যমে উন্নত ওষুধ তৈরি করা সম্ভব হবে।
এই সহযোগিতার ফলে পশুদের স্বাস্থ্য, পশুপালক সহ সার্বিক ভাবে সমাজ উপকৃত হবে। পশু চিকিৎসায় আয়ুর্বেদের ওষুধ প্রয়োগ, তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, এবং ওষুধের উপাদান যে সব গাছ থেকে পাওয়া যাবে, সেগুলির চাষ, উপাদান সংরক্ষণের মত অনেক উদ্যোগ গড়ে তোলা হবে। এছাড়াও আয়ুর্বেদ ওষুধের বিষয়ে পশুপালকদের মধ্যে সচেতনতা তৈরি হবে।
CG/CB/
(रिलीज़ आईडी: 1710546)
आगंतुक पटल : 239