স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ডঃ হর্ষ বর্ধন পুনর্নির্মিত পরবর্তী প্রজন্মের ইন্টিগ্রেটেড ডিজিস সার্ভাইল্যান্স প্রোগ্রাম (আইডিএসপি) ডিজিটাল প্ল্যাটফর্ম ইনটিগ্রেটেড হেল্থ ইনফরমেশন প্ল্যাটফর্ম (আইএইচআইপি)-র সূচনা করলেন

Posted On: 05 APR 2021 4:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫,এপ্রিল ২০২১

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষবর্ধন আজ নতুন দিল্লিতে ইন্টিগ্রেটেড হেল্থ ইনফরমেশন প্ল্যাটফর্ম (আইএইচআইপি)-র সূচনা করলেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতি মন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী তিরথ সিং রাওয়াতও উপস্থিত ছিলেন। দ্য ইন্টিগ্রেটেড হেল্থ ইনফরমেশন প্ল্যাটফর্ম বর্তমানে ব্যবহৃত ইন্টিগ্রেটেড ডিজিস সার্ভাইল্যান্স প্রোগ্রাম (আইডিএসপি)-র পরবর্তী প্রজন্মের আরও সূক্ষ্ম সংস্করণ। 

ভার্চুয়াল অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্য পরিষেবা এবং প্রযুক্তির সাহসী, দূরদর্শী এবং উপযুক্ত মিশ্রনে তার উৎসাহ প্রকাশ করে ডঃ হর্ষ বর্ধন বলেন যে, ‘এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা হবে, যা ব্যাধি নজরদারির ইতিহাসে একটি মাইল ফলক। আমরা ভারতে জনস্বাস্থ্যের একটি নতুন অধ্যায় শুরু করেছি। ভারত সারা বিশ্বে প্রথম দেশ যে প্রথম একটি এত আধুনিক ব্যাধি নজরদারি ব্যবস্থা চালু করল’। তিনি সফটওয়ার প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, ‘আইএইচআইপি-র নতুন সংস্করণটিতে থাকবে ডেটা এন্ট্রি এবং ভারতের ব্যাধি নজরদারি কর্মসূচি ব্যবস্থাপনা। পূর্বের ১৮-টি ব্যাধির তুলনায় বর্তমান ৩৩-টি ব্যাধির খোঁজ রাখা হবে, তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে ডিজিটাল মোডে, কাগজের ব্যবহার পুরোপুরি পরিহার করে’। 

এটিকে বিশ্বের বৃহত্তম অনলাইন ডিজিস সার্ভাইল্যান্স প্ল্যাটফর্ম বলে উল্লেখ করে তিনি বলেন, এটি জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের সঙ্গে সম্পৃক্ত এবং ভারতে বর্তমানে প্রচলিত অন্যান্য ডিজিটাল তথ্য ব্যবস্থার সঙ্গেও সম্পূর্ণ সাযুজ্যপূর্ণ । সুসংস্কৃত আইএইচআইপি, স্বয়ংক্রিয় তথ্য সহ প্রকৃত তথ্য সংগ্রহে বিশালভাবে সাহায্য করবে, যাতে নীতি প্রণয়নে সুবিধা হবে প্রমাণের ভিত্তিতে । তিনি এটির সঙ্গে যুক্ত সকলের এবং এনসিডিসি, হু-র প্রশংসা করেন । 

ডঃ হর্ষ বর্ধন বলেন যে, আইএইচআইপি প্রকৃত সময়ের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ব্যবস্থা, বিষয়ভিত্তিক তথ্য, সুংসহত বিশ্লেষণ, আধুনিক দৃশ্য সক্ষমতা বৃদ্ধি করবে । এটি বিশ্লেষিত প্রতিবেদন মোবাইল অথবা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে পাঠাবে । এছাড়া মহামারি অনুসন্ধান কাজ সূচনা করা যাবে এবং দেখভাল করা যাবে ইলেকট্রনিক ব্যবস্থায় । এটি খুব সহজেই সংহত করা যাবে অন্যান্য চলতি পর্যালোচনা কর্মসূচির সঙ্গে । 

ডঃ হর্ষ বর্ধন বলেন যে, দেশের খুব ছোট গ্রাম অথবা ব্লকে ব্যাধি ছড়ানোর গোড়াতেই চিহ্নিত করার জন্য এই উন্নয়ন, ডিজিটাল প্ল্যাটফর্ম অতিমারি এবং মহামারিকে শুরুতেই বিনাশ করতে পারবে । তিনি তৃণমূল স্তরে এবং অগ্রবর্তী স্তরে সব স্বাস্থ্য পরিষেবা কর্মীকে কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার জন্য অভিনন্দন জানান,যারা কোভিড অতিমারির সময় বছরভর কাজ করেছেন । তিনি বলেন, ‘ভারত বিশ্বকে দেখিয়েছে যে অতিমারির সময়েও উন্নত ব্যাধি নজরদারি ব্যবস্থা তৈরি করতে সক্ষম’ । তিনি বলেন যে, প্ল্যাটফর্মটি হল ‘মেক ইন ইন্ডিয়া’ -র সাফল্য কাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত - স্বস্থ্য ভারতের স্বপ্নের লক্ষ্যে একটি পদক্ষেপ । 

তিনি বলেন, ‘নিখুত, বিশ্বাসযোগ্য এবং সময়ে প্রাপ্ত তথ্য ভারতের মতো ১৩৫ কোটি জনসংখ্যার দেশে গুরুত্বপূর্ণ । ভারতের তথ্য ব্যবস্থা জনস্বাস্থ্যের নিখুতত্ত্বের জন্য জরুরি যাতে ঠিক সময়ে ঠিক পদক্ষেপ করা যায় সবসময় সঠিক ব্যক্তির জন্য’ । সাম্প্রতিককালে জনস্বাস্থ্যের নিখুতত্ত্বের উল্লেখ করে তিনি সতর্ক করে দেন যে এই প্ল্যাটফর্মের সাফল্য নির্ভর করবে প্রাথমিকভাবে রাজ্যগুলির দেওয়া তথ্যের গুণমানের ওপর । 

 

CG/AP/NR



(Release ID: 1710119) Visitor Counter : 239