সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রক ২০২০-২১ অর্থ বর্ষে দৈনিক ৩৭ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণ করে এক মাইলফলক তৈরি করেছে
Posted On:
02 APR 2021 9:13AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ এপ্রিল, ২০২১
সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রক গত কয়েক বছরে সারা দেশে জাতীয় মহাসড়ক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। ২০২০-২১ অর্থ বর্ষে মন্ত্রক প্রতিদিন ৩৭ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণ করে মাইলফলক তৈরি করেছে, যা এক নজিরবিহীন ঘটনা। গতকাল সন্ধ্যায় সড়ক পরিবহণ ও মহাসড়ক এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য সড়ক পরিবহণ এবং মহাসড়ক মন্ত্রকের আধিকারিকদের সম্মান জানিয়ে শংসাপত্র প্রদান করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মন্ত্রকের আধিকারিক, কর্মী এবং অন্যান্য পক্ষের নিরন্ত্রর প্রয়াস ছাড়া এই কাজ সম্ভব হতো না। তিনি বলেন, এই সাফল্য অর্জনের ঘটনা নজিরবিহীন এবং বিশ্বের অন্যতম দেশে এই ধরণের সাফল্য নেই বলেও উল্লেখ করেন তিনি।
বিগত ৭ বছরে জাতীয় মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০১৪-র এপ্রিলের তুলনায় ২০২১-এর মার্চে এই জাতীয় মহাসড়ক নির্মাণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ২০১৫ সালে এই জাতীয় মহাসড়ক নির্মাণে যেখানে ৩৩,৪১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তা বাড়িয়ে ২০২২ সালের অর্থ বর্ষে ১,৮৩,১০১ কোটি টাকা করা হয়েছে। কোভিড-১৯ মহামারি প্রভার পড়া সত্ত্বেও ২০২০-র তুলনায় ২০২১ সালের অর্থ বর্ষে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি ২০১০ থেকে ২০১৪ সালের তুলনায় ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে বছরে গড়ে মহাসড়ক নির্মাণের পরিমাণ ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
CG/SS/SKD/
(Release ID: 1709287)
Visitor Counter : 224