অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

এনপিএনটি ড্রোন পরিচালনার জন্য ৩৪টি গ্রীন জোনে অনুমতি লাভ

Posted On: 25 MAR 2021 6:47PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৫ মার্চ, ২০২১

        দেশে আরও ভালোভাবে  ড্রোন পরিচালনার জন্য অসামরিক বিমান চলাচল মন্ত্রক ৩৪টি গ্রীন জোনে ‘নো পারমিশন নো টেকঅফ’ ড্রোন পরিচালনার অনুমতি দিয়েছে। এরফলে ভূপৃষ্ঠ থেকে ৪০০ ফুট ওপরে ড্রোন ওড়ানো যাবে। এর আগে দোসরা ফেব্রুয়ারী ২৬টি এবং ২০২০র তেশরা এপ্রিল ৬টি গ্রীন জোনে ড্রোন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল।  

        এনপিএনটি ড্রোন পরিচালনার জন্য ডিজিটাল স্কাই প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ অনুমতি লাভ করতে হয়। এছাড়াও এইসব গ্রীন জোনে ড্রোন ওড়ানোর জন্য কোন সময়ে সেই কাজ করা হবে সেবিষয়ে আগে থেকে জানাতে হয়। দূর সঞ্চার ব্যবস্থাপনায় এইসব ড্রোন ওড়ানোর অনুমতির জন্য অনলাইন পোর্টালে নথিভুক্তি করাতে হয়। ২০২১ সালের আনম্যান্ড এয়ারক্রাফ্ট সিস্টেম নিয়মাবলী অনুযায়ী গ্রীন জোনে ড্রোন ওড়ানো যায়। সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনকে নির্ধারিত অঞ্চলে ড্রোন ওড়ানোর জন্য প্রয়োজনীয় সহায়তা করতে মন্ত্রক অনুরোধ জানিয়েছে। 

গ্রীন জোনের অঞ্চলগুলির বিষয়ে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ-

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/mar/doc202132541.pdf

***

 

 

CG/CB /NS



(Release ID: 1707658) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Hindi , Telugu