মানবসম্পদবিকাশমন্ত্রক
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ১০০টির বেশি পাঠ্যক্রম ভিত্তিক কমিকস বইয়ের সূচনা করেছেন
Posted On:
25 MAR 2021 4:41PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫ মার্চ, ২০২১
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ২৪ মার্চ ১০০টির বেশি পাঠ্যক্রম ভিত্তিক কমিকস বইয়ের সূচনা করেছেন। এই বইগুলির সিবিএসই-র অনুমোদিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা তৈরি করেছেন। এনসিইআরটি বইগুলি তৈরিতে সাহায্য করেছেন। এই বইগুলি দীক্ষা ওয়েব পোর্টাল এবং যেসব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আছে সেখানে দীক্ষা অ্যাপে পাওয়া যাবে। এছাড়াও হোয়াটসঅ্যাপে চ্যাটবটে-ও কমিকসগুলি দেখা যাবে। শ্রী পোখরিয়াল এই অনুষ্ঠানে বিজ্ঞান, গণিত ও ইংরাজি নিয়ে সিবিএসই-র মূল্যায়ণ সংক্রান্ত একটি ফ্রেমওয়ার্কের উদ্বোধন করেছেন।
মন্ত্রী বলেছেন স্কুলশিক্ষা ও স্বাক্ষরতা দপ্তর ২০২০র নতুন শিক্ষানীতির অনুসারে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন শিক্ষাদানের জন্য তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এনসিইআরটি-র পাঠ্যপুস্তকগুলির সঙ্গে সাযুজ্য রেখে এই কমিকস বই তৈরি করেছে। এই উদ্ভাবনমূলক উদ্যোগের ফলে শিক্ষাদানের সময় আমাদের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন হবে। যারা এই উদ্যোগে জড়িত তাদের সকলকে মন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।
২০২০র জাতীয় শিক্ষা নীতিতে বিভিন্ন বিষয় সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষাদানের পরিবর্তে বাস্তব জগতের সঙ্গে যুক্ত দৈনন্দিন নানা কাজকর্মের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পাঠদান করা হবে। এক্ষেত্রে আরও উদ্ভাবনী পদ্ধতিতে শিক্ষাদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই কমিকস বইগুলি তৈরি করতে ভাষা, ফাইন আর্টস, পারফর্মিং আর্টস ও তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত এরকম বিষয়ে ১২টি রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা কাজ করেছেন। এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লী, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও উত্তরাখন্ড।
প্রত্যেকটি কমিকের মধ্যে ছোট ছোট বিষয় সম্পর্কে বলা হয়েছে। যার ফলে ছাত্রছাত্রীরা সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। পুরো প্রক্রিয়াটিতে লিঙ্গ সংবেদনশীলতা, মহিলাদের ক্ষমতায়ণ, মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
***
CG/CB/NS
(Release ID: 1707657)
Visitor Counter : 193