কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

ভারতের লোকপাল আয়োজিত 'দুর্নীতি দমনের কৌশলগুলির সঙ্গে সমন্বয় সাধন' শীর্ষক ওয়েবিনার

Posted On: 23 MAR 2021 6:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২১
 
ভারতের লোকপালের চেয়ারম্যান বিচারপতি শ্রী পিনাকী চন্দ্র ঘোষ বলেছেন যে দুর্নীতি যেখানেই হোক না কেন প্রাথমিক পর্যায়েই তাকে দমন করা উচিত।  তিনি জানান  দেশ থেকে দুর্নীতি দূরীকরণে সকল সংস্থার সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেন, দুর্নীতি রোধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা প্রশংসনীয় ,তবে 'নিরাময়ের চেয়ে প্রতিরোধ' এই ধরণের  ব্যবস্থাই গ্রহণ করা উচিত।
 
ভারতের লোকপাল আয়োজিত  'দুর্নীতি দমনের কৌশল সমূহের সঙ্গে  সমন্বয় সাধন' শীর্ষক বিষয়ে   ওয়েবিনারে চেয়ারম্যান বলেন এটি চালু হওয়ার পর থেকেই লোকপাল ও লোকায়ুক্ত আইন ২০১৩-এ উল্লিখিত বিধি অনুযায়ী ভারতের লোকপাল দায়িত্ব পালন করে চলেছে। ভারতে লোকপাল শুরুর পর থেকে ১১০ + ১৪২৭ টি অভিযোগ জমা পড়েছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতের লোকপাল প্রতিষ্ঠার দু'বছর পূর্তি উপলক্ষ্যে এই ওয়েবিনারে আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকপালের চেয়ারম্যান ।
 
লোকপালের সদস্য, চিফ ভিজিল্যান্স কমিশনার, ভিজিল্যান্স কমিশনার, সচিব  (কর্মী বর্গ ),কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ডিরেক্টর  (এনফোর্সমেন্ট) এই ওয়েবিনারে অংশ নেয়।
 
 অংশগ্রহণকারী সকলেই সময়মতো তথ্য ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। অল্প  সময়ের মধ্যে, একটি ওয়েব পোর্টাল তৈরি করার বিষয়ে  সিদ্ধান্ত নেওয়া হয়।এর ফলে নিরাপদে প্রয়োজনীয় তথ্য ভাগ করে নেওয়ার প্রক্রিয়া  সহজ হয়ে উঠবে। 
 
 
কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও এনফোর্সমেন্ট ডিরেক্টরের প্রায় আড়াইশ আঞ্চলিক  পর্যায়ের আধিকারিকরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এই ওয়েবিনারে যোগ দেন।
 
 লোকপাল ও লোকায়ুক্ত আইন ২০১৩ এর আওতায় ২০১৯ সালের ২৩শে মার্চ লোকপাল প্রতিষ্ঠিত হয়েছিল।  ভারতের প্রথম লোকপাল হিসাবে, বিচারপতি শ্রী পিনাকী চন্দ্র ঘোষ (সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি) রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রী  রাম নাথ কোবিন্দে'র কাছে শপথ বাক্য পাঠ  করেন।  তারপরে, ২৭ মার্চ ভারতের লোকপাল, বিচারপতি শ্রী পিনাকী চন্দ্র ঘোষের কাছে চার বিচার বিভাগীয় সদস্য এবং অন্য চার সদস্য শপথ গ্রহণ করেন।
 
***
 
 
 
CG/SS


(Release ID: 1707107) Visitor Counter : 1570


Read this release in: English , Urdu , Hindi , Punjabi